হুমকি দিচ্ছে লালুর লোকেরা, অভিযোগ বিচারকের
পিছিয়ে গেল লালুর রায় ঘোষণা। শু্ক্রবার রায়দান করবেন বিচারক।
নিজস্ব প্রতিবেদন: পশুখাদ্য দুর্নীতিতে ফের স্থগিত হল লালুপ্রসাদ যাদবের সাজা ঘোষণা। সাজা ঘোষণা স্থগিত করে চাঞ্চল্যকর দাবি করলেন বিচারক।
Ranchi Special CBI Court to pronounce quantum of sentence for Lalu Prasad Yadav in #FodderScam case tomorrow. pic.twitter.com/t57qQawQSO
— ANI (@ANI) January 4, 2018
সংবাদ সংস্থা পিটিআই-কে বিচারক শিবপাল সিং জানিয়েছেন, লালুর লোকেদের থেকে হুমকি ফোন পেয়েছেন তিনি। বিচারকের কথায়, ''হুমকি দিয়ে কোনও লাভ হবে না। আইনের পথেই চলব আমি।''
আরও পড়ুন- মায়ের পরামর্শেই রিলায়্যান্সের টেলিকম ব্যবসা গোটালেন অনিল অম্বানি
গত ২৩ ডিসেম্বর পশুখাদ্য দুর্নীতির দেওঘর ট্রেজারি মামলায় লালুপ্রসাদ-সহ ১৫ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। গতকাল সাজা ঘোষণা হওয়ার কথা ছিল। তারিখ পিছিয়ে বৃহস্পতিবার করেন বিচারক। এদিনও রায়দান হল না। শুক্রবার লালুর শাস্তি নির্ধারণ করবে আদালত।
আরও পড়ুন- চিন নয় উত্তর কোরিয়ার কিম জং উনে মন মজেছে সিপিএমের