হুমকি দিচ্ছে লালুর লোকেরা, অভিযোগ বিচারকের

পিছিয়ে গেল লালুর রায় ঘোষণা। শু্ক্রবার রায়দান করবেন বিচারক। 

Updated By: Jan 4, 2018, 05:54 PM IST
হুমকি দিচ্ছে লালুর লোকেরা, অভিযোগ বিচারকের

নিজস্ব প্রতিবেদন: পশুখাদ্য দুর্নীতিতে ফের স্থগিত হল লালুপ্রসাদ যাদবের সাজা ঘোষণা। সাজা ঘোষণা স্থগিত করে চাঞ্চল্যকর দাবি করলেন বিচারক।

সংবাদ সংস্থা পিটিআই-কে বিচারক শিবপাল সিং জানিয়েছেন, লালুর লোকেদের থেকে হুমকি ফোন পেয়েছেন তিনি। বিচারকের কথায়, ''হুমকি দিয়ে কোনও লাভ হবে না। আইনের পথেই চলব আমি।''

আরও পড়ুন- মায়ের পরামর্শেই রিলায়্যান্সের টেলিকম ব্যবসা গোটালেন অনিল অম্বানি

গত ২৩ ডিসেম্বর পশুখাদ্য দুর্নীতির দেওঘর ট্রেজারি মামলায় লালুপ্রসাদ-সহ ১৫ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। গতকাল সাজা ঘোষণা হওয়ার কথা ছিল। তারিখ পিছিয়ে বৃহস্পতিবার করেন বিচারক। এদিনও রায়দান হল না। শুক্রবার লালুর শাস্তি নির্ধারণ করবে আদালত।  

আরও পড়ুন- চিন নয় উত্তর কোরিয়ার কিম জং উনে মন মজেছে সিপিএমের
        

.