১ এপ্রিল থেকে যাত্রীবাহী গাড়িতে বাধ্যতামূলক হল জিপিএস
মন্ত্রকের এই নির্দেশানুসারে, বাস, ট্যাক্সি-সহ সব রকমের যাত্রীবাহী গাড়িতেই এই ব্যবস্থা চালু করতে হবে। এর পাশাপাশি, প্যানিক বটনও বাধ্যতামূলক করা হবে বলে খবর।
ওয়েব ডেস্ক: চলতি বছরের ১ এপ্রিল থেকে দেশের সব যাত্রীবাহী গাড়িতে বাধ্যতামূলক ভাবে রাখতে হবে জিপিএস ব্যবস্থা। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এমনটাই জানানো হয়েছে।
From 1st April, 2018, the passenger transport vehicles including taxis and buses are to be mandatorily equipped with GPS devices.@nitin_gadkari @PMOIndia @transform_ind #TransformingIndia
— MORTHINDIA (@MORTHIndia) January 17, 2018
মন্ত্রকের এই নির্দেশানুসারে, বাস, ট্যাক্সি-সহ সব রকমের যাত্রীবাহী গাড়িতেই এই ব্যবস্থা চালু করতে হবে। এর পাশাপাশি, প্যানিক বটনও বাধ্যতামূলক করা হবে বলে খবর। ফলে, চলন্ত গাড়িতে যাত্রীরা প্রয়োজন বোধ করলে সহজেই পুলিস এবং পরিবহন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং নির্দিষ্ট গাড়িটির অবস্থান নির্ণয় করতেও সমস্যার সম্মুখীন হতে হবে না। তবে ই-রিক্সা, অটো রিক্সার মতো তিন চাকার গাড়িকে এই নির্দেশের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন- বাজেটে কি ৫ লক্ষের 'মোদীকেয়ার' ঘোষণা করবেন জেটলি?
উল্লেখ্য, ওলা, উবরের মতো অ্যাপ নীর্ভর ট্যাক্সি পরিষেবায় যে গাড়িগুলি চলাচল করে, সেগুলিতে ইতিমধ্যেই এই ব্যবস্থাগুলি রয়েছে।