গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর
ওয়েব ডেস্ক: কন্নড় সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনের ঘটনায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। রাহুলের কথায়,”এটাই বিজেপি ও আরএসএস-এর আদর্শ। তাদের আদর্শের বিরুদ্ধে কেউ সরব হলেই চাপ সৃষ্টি, মারধর এমনকি খুন পর্যন্ত করা হয়।"
রাহুল আরও বলেন,"এসব বিষয়ে প্রধানমন্ত্রী নীরব থাকেন, কিছুই বলেন না। বিরোধী মতকে দমিয়ে দেওয়াই হল এদের আদর্শ।” মোদীকে দক্ষ হিন্দুত্ববাদী রাজনীতিক আখ্যা দিয়ে রাহুলের দাবি, মোদীর কথায় দুটো করে অর্থ থাকে। একটা ওনার লোকেদের কথা ভেবে। আর একটা বাকি দুনিয়ার জন্য। চাপে পড়ে কয়েকটি ক্ষেত্রে মুখ খোলেন প্রধানমন্ত্রী।
#WATCH: Rahul Gandhi speaks on #GauriLankesh's murder, says 'anybody who speaks against ideology of BJP-RSS is pressured, even killed' pic.twitter.com/xjkqE7eVAA
— ANI (@ANI) September 6, 2017
রাহুলের কথায়,"অহিংসাই দেশের ইতিহাস। হত্যা কোনওভাবে গ্রহণযোগ্য নয়।" গৌরী লঙ্কেশের খুনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন সনিয়া গান্ধী।
আরও পড়ুন, নিশানায় সাংবাদিকতা, ১৬ মাসে দেশে খুন ৭ সাংবাদিক