দিল্লিতে ফিরল ৪ বছর আগের নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের ছায়া, রাজধানীর নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন
ওয়েব ডেস্ক: ৪ বছর আগে নির্ভয়া গণধর্ষণ কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এরপরও যে দিল্লির নিরাপত্তার ছবিটা এতটুকুও বদলায়নি, তা প্রমাণ হল ১৫ ডিসেম্বরের রাতে। দক্ষিণ দিল্লির মতিবাগ এলাকায় গাড়ির ভিতর ধর্ষণের শিকার এক তরুণী।
Girl allegedly raped in a car in Delhi's Moti Bagh: Accused arrested, car bearing MHA sticker seized pic.twitter.com/bdDJOZ3lLc
— ANI (@ANI_news) December 16, 2016
জানা গিয়েছে, গাড়িটিতে আটকানো ছিল স্বরাষ্ট্রমন্ত্রকের স্টিকার। গাড়িটি CISF-এর এক হেড কনস্টেবলের। অভিযোগ, ওই কনস্টেবলের ব্যক্তিগত ড্রাইভার চাকরি প্রার্থী তরুণীকে লিফ্ট দেওয়ার নাম করে গাড়িতে তোলে। AIIMS হাসপাতালের সামনে থেকে নয়ডা যাবেন বলে গাড়িতে ওঠেন তরুণী। মতিবাগের ফাঁকা এলাকায় গাড়ি থামিয়ে ধর্ষণ করা হয় তরুণীকে। কিছুক্ষণের মধ্যে এলাকায় এসে পড়ে একটি পুলিস পেট্রল ভ্যান। গাড়ি ফেলে রেখেই চম্পট দেয় দুষ্কৃতী। তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ দায়ের করেন ওই তরুণী। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গাড়ি চালককে।