Uttar Pradesh: মৃত্যুর চার মাস পর দেওয়া হল vaccine! যোগীর রাজ্যে অবাক কাণ্ড

অবাক মৃতার পরিজনরা।

Updated By: Sep 16, 2021, 06:49 AM IST
Uttar Pradesh: মৃত্যুর চার মাস পর দেওয়া হল vaccine! যোগীর রাজ্যে অবাক কাণ্ড

নিজস্ব প্রতিবেদন: মৃত্যুর পর কেটে গিয়েছে চার মাস। এরপর ঘটল এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ মৃতার পরিজনরা জানতে পারলেন এতদিন পর করোনা টিকা পেয়েছেন ওই মৃত ব্যক্তি। স্বভাবতই প্রথমে একটু অবাক হন তাঁরা। এরপর খোঁজ নিলে আসল ঘটনা প্রকাশ্যে আসে। যা জেনে চক্ষুচড়ক গাছ সকলের। আর হেঁয়ালি না করে এবার বিষয়টা খোলসা করে বলা যাক।

উত্তরপ্রদেশের মিরাটের সরধানা এলাকায় থাকতেন ফারহা। চার মাস আগে তাঁর মৃত্যু হয়েছে। গত ৮ সেপ্টেম্বর তাঁর দাদা ওয়াসিমের মোবাইলে একটি সরকারি মেসেজ আসে। যাতে বলা হয়, তাঁর বোন ফারহার টিককরণ সফল হয়েছে। মেসেজ দেখে ওয়াসিমের চক্ষুচড়ক গাছ। প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও, এরপর বিষয়টি বুঝতে পারেন। তাঁর বোনের আধার কার্ড ব্যবহার করে কেউ এই কাণ্ড ঘটিয়েছে, এটা বোঝেন তিনি।

আরও পড়ুন: ICG: ভারতীয় জলসীমায় পাক-বোটকে ধরল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, তদন্ত চলছে

আরও পড়ুন: TIME Magazine: রাজ্যের মুকুটে নতুন পালক, TIME ম্যাগাজিনে দুনিয়ার ১০০ প্রভাবশালীর তালিকায় মমতা

স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ছুটে যান ওয়াসিম। বোনের ডেটথ সার্টিফইকেটও দেখান। অভিযোগ, এরপরও কোনও সাহায্য মেলেনি। এমনকী এই বিষয়ে মুখ খোলেনি স্বাস্ত্য দফতরের আধিকারিকরাও।

.