মলদ্বারে ঢুকিয়ে কোটি কোটি টাকার সোনা পাচারের চেষ্টা, আটক চেন্নাই বিমানবন্দরে

২৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা সহ ৫.৫ কেজি সোনা সহ চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়, ৬ যাত্রীকে। 

Updated By: Mar 23, 2021, 12:02 PM IST
মলদ্বারে ঢুকিয়ে কোটি কোটি টাকার সোনা পাচারের চেষ্টা, আটক চেন্নাই বিমানবন্দরে

নিজস্ব প্রতিবেদন: ২৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা সহ ৫.৫ কেজি সোনা সহ চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়, ৬ যাত্রীকে। 

চেন্নাই বিমানবন্দরর থেকে জানান হয়েছে দুজন ধৃতের নাম মাগরূব আকবারআলি, জুবেইর হুসেন । তাদের থেকে উদ্ধার করা হয়েছে ৫৯৫ গ্রাম সোনা। নকল চুল লাগিয়ে, তার তলায় লুকিয়ে সেই সোনা পাচার করার চেষ্টা করছিলেন তারা। 

অন্যদিকে বালু গনেশা নামের এক ব্যক্তির থেকে উদ্ধার করা হয়েছে ৬২২ গ্রাম সোনা। যা বালু মলদ্বার থেকে উদ্ধার কার হয়েছে। 

২৪ বছরের এক যুবকের থেকে উদ্ধার করা হয়েছে ১.৫ কেজির সোনা। মোজা ও অন্তর্বাসের মধ্যে ঢুকিয়ে পাচার করার চেষ্টা করছিলেন তিনি। 

এরপর আরেকজনের থেকে ৮টি ১০ Tola gold bars উদ্ধার করা হয়েছে।

.