যোগীকে 'সমর্থন'! 'সমালোচনা উচিত নয়', বললেন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ
'সমালোচনা উচিত নয়', যোগীর হয়েই সওয়াল করলেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা সাংসদ সুলতান আহমেদ। "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে আদিত্যনাথ যোগীকে দায়িত্বভার সঁপেছে বিজেপি। বিরোধী রাজনৈতিক দলের কখনই তাঁর সমালোচনা করা উচিত নয় যেহেতু বিজেপির জয়ী বিধায়করাই যোগী আদিত্যনাথকে তাঁদের পরিষদীয় নেতা হিসেবে নির্বাচন করেছেন। বিজেপি উত্তরপ্রদেশ ভোটে সংখ্যা গড়িষ্ঠাতা পেয়েছে, মুখ্যমন্ত্রী কে হবে সেটা বেছে নেওয়া তাঁদের গণতান্ত্রিক অধিকার", উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে পরোক্ষ সমর্থন করে এই বার্তাই দেন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ।
ওয়েব ডেস্ক: 'সমালোচনা উচিত নয়', যোগীর হয়েই সওয়াল করলেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা সাংসদ সুলতান আহমেদ। "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে আদিত্যনাথ যোগীকে দায়িত্বভার সঁপেছে বিজেপি। বিরোধী রাজনৈতিক দলের কখনই তাঁর সমালোচনা করা উচিত নয় যেহেতু বিজেপির জয়ী বিধায়করাই যোগী আদিত্যনাথকে তাঁদের পরিষদীয় নেতা হিসেবে নির্বাচন করেছেন। বিজেপি উত্তরপ্রদেশ ভোটে সংখ্যা গড়িষ্ঠাতা পেয়েছে, মুখ্যমন্ত্রী কে হবে সেটা বেছে নেওয়া তাঁদের গণতান্ত্রিক অধিকার", উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে পরোক্ষ সমর্থন করে এই বার্তাই দেন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ।
পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুখ হিসেবে সুলতান আহমেদ সুপরিচিত। দিল্লির রাজনীতি তো বটেই বঙ্গ তৃণমূলেও বেশ সমাদৃত 'সংখ্যলঘু নেতা' সুলতান আহমেদ। তৃণমূলের এহেন শীর্ষ নেতৃত্বের 'যোগী বন্দনা' বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথের অভিষেককে স্বাগত জানিয়েছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মগ কাইফও।
I convey my best wishes to @yogi_adityanath ji for taking UP on the path of development and ensuring a great future for the people of UP 2/2
— Mohammad Kaif (@MohammadKaif) March 19, 2017