Google Maps-এ লাদাখ এখনও জম্মু-কাশ্মীরেরই অংশ! ৬ দিন পরেও হল না আপডেট
গত রবিবার দুই কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন মানচিত্রও প্রকাশ করেছে কেন্দ্র। তবে, এখনও সেই মানচিত্র অনুযায়ী নিজেদের আপডেট করতে পারেনি গুগল ম্যাপস।
সৌমিক মজুমদার: গত ৩১ অক্টোবর থেকে আর রাজ্য নয়। দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়েছে উপত্যকা। তৈরি হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। গত রবিবার দুই কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন মানচিত্রও প্রকাশ করেছে কেন্দ্র। তবে, এখনও সেই মানচিত্র অনুযায়ী নিজেদের আপডেট করতে পারেনি গুগল ম্যাপস।
পৃথক দুই কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশের পর কেটে গিয়েছে প্রায় ৬ দিন। কিন্তু এখনও দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল চিহ্নিত হয়নি গুগল ম্যাপসে। লাদাখ ও জম্মু-কাশ্মীরের মাঝ বরাবর যে পৃথককারী রেখা, তা এখনও দেখা যাচ্ছে না সেই ম্যাপে। এমনকি সেখানে পৃথকভাবে লাদাখ ও জম্মু-কাশ্মীরকেও আলাদা অঞ্চল হিসাবে দেখানো হচ্ছে না। এমনকি লাদাখের লেহ কুশক বাকুলা রিম্পোচি বিমানবন্দরের ঠিকানাতেও দেখানো হচ্ছে জম্মু ও কাশ্মীররের অংশ হিসাবে।
ইতিমধ্যেই এ বিষয়ে একাধিক অনলাইন পোর্টালে আলোচনা শুরু হয়ে গিয়েছে। গুগলের এ বিষয়ে অভিযোগও জানিয়েছেন অনেকে। তবে, এখনও তাঁরা গুগল থেকে কোনও জবাব পাননি বলে জানান।
Maps of newly formed Union Territories of #JammuKashmir and #Ladakh, with the map of #India
Details: https://t.co/Hf1Mn9iZDo pic.twitter.com/qKoxyXv6ni
— PIB India (@PIB_India) November 2, 2019
আরও পড়ুন: বিচার চাই, নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দিল্লি পুলিসের সদর দফতর
প্রসঙ্গত, গত ৫ অগস্ট জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে শপথ নেন দুই লেফ্ট্যানেন্ট গভর্নর। জম্মু ও কাশ্মীরের লেফ্ট্যানেন্ট গভর্নর হিসেবে শপথ নেন আইএএস অফিসার গিরিশ চন্দ্র মুর্মু ও লাদাখের গভর্নর হিসেবে শপথ নেন রাধাকৃষ্ণ মাথুর।