Gopal Krishna Gandhi: 'অন্য কাউকে সুযোগ দেওয়া হোক', রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার প্রস্তাব ফেরালেন গোপালকৃষ্ণ গান্ধী

লিখিত বিবৃতিতে, সকল বিরোধী দলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন গোপালকৃষ্ণ গান্ধী (Gopal Krishna Gandhi)। তাঁর নাম ভাবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাঁর পাল্টা প্রস্তাব, রাষ্ট্রপতি হিসেবে এমন একজনের নাম প্রস্তাব করা উচিত, যিনি জাতীয় ঐক্য বজায় রাখতে পারবেন। 

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Jun 20, 2022, 08:16 PM IST
Gopal Krishna Gandhi: 'অন্য কাউকে সুযোগ দেওয়া হোক', রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার প্রস্তাব ফেরালেন গোপালকৃষ্ণ গান্ধী

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: শরদ পাওয়ার, ফারুখ আবদুল্লার পথেই হাঁটলেন গোপালকৃষ্ণ গান্ধী (Gopal Krishna Gandhi)। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচবে বিরোধীদের প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি। উল্টে অন্য কোনও যোগ্য প্রার্থী খোঁজার প্রস্তাব দিলেন গান্ধীজির পৌত্র।

লিখিত বিবৃতিতে, সকল বিরোধী দলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন গোপালকৃষ্ণ গান্ধী (Gopal Krishna Gandhi)। তাঁর নাম ভাবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাঁর পাল্টা প্রস্তাব, রাষ্ট্রপতি হিসেবে এমন একজনের নাম প্রস্তাব করা উচিত, যিনি জাতীয় ঐক্য বজায় রাখতে পারবেন। 

তাঁর মনে, "আমার তুলনায় অন্য কেউ আরও ভাল ভাবে এই দায়িত্ব পালন করতে পারবে। তাই আমি বলব অন্য কাউকে এই সুযোগ দেওয়া হক।" রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হতে চাননি এনসিপি নেতা শরদ পাওয়ার। আগ্রহ দেখাননি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাও। এবার সরে দাঁড়ালেন গোপালকৃষ্ণ গান্ধী (Gopal Krishna Gandhi)।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.