সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে আটকে থাকার মামলার নিষ্পত্তিতে বরাদ্দ কেন্দ্রীয় অর্থ
১৫৮১ জন সাংসদ ও বিধায়কের নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। সেই মামলা দীর্ঘ দিন ধরেই চলছে।
নিজস্ব প্রতিবেদন : সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে চলতে থাকা ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ আদালতকে আর্থিক সাহাজ্য করবে কেন্দ্র। বর্তমানে দেশের ১২টি বিশেষ আদালতে ১৫৮১টি মামলা চলছে। অথচ, টাকার অভাবে সেই মামলা আটকে রয়েছে সেখানে।
বর্তমানে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাডু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এই বিশেষ আদালত রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেখানে ঝুলে থাকা ১৫৮১টি মামলা নিষ্পত্তির জন্য মোট খরচ লাগবে ৮ কোটি টাকা। প্রথম দফায় ১.৭৯ কোটি টাকা বরাদ্দ করেছে মন্ত্রক। সেই টাকা খরচের সঠিক তথ্য দিলেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা।
১৫৮১ জন সাংসদ ও বিধায়কের নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। সেই মামলা দীর্ঘ দিন ধরেই চলছে। টাকার অভাবে এই বিশেষ আদালতগুলিতে ঝুলে রয়েছে মামলার নিষ্পত্তি।
আরও পড়ুন- গোষ্ঠী সংঘর্ষে উত্তাল শিলং, শান্তি ফেরাতে ১০ কোম্পানির আধাসামরিক বাহিনী পাঠাল কেন্দ্র