বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে রেহাই নেই, কাটা যাবে বেতনের অনেকটাই
ওয়েব ডেস্ক: বাবা-মাকে অবহেলা করার দিন শেষ। অসমে সরকারি কর্মচারীদের জন্য নতুন আইন আনল রাজ্য সরকার। চাকরিরত কর্মচারীরা তাদের বাবা-মাকে দেখাশোনা না করলে কাটা হবে বেতন।
শুক্রবার অসম বিধানসভায় একটি বিল পাশ হয়েছে। ওই বিলে বলা হয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের তাদের বাবা-মাকে দেখাশোনা করাতেই হবে। তা না করলে বেতনের ১০ শতাংশ কেটে নেওয়া হবে। ওই টাকা পাঠিয়ে দেওয়া হবে বাবা-মাকে।
সরকারের এই নতুন বিল প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, রাজ্যে বৃদ্ধ বাবা-মাদের বৃদ্ধাশ্রমে থাকার সংখ্যা বাড়ছে। তাদের চাকুরে ছেলে-মেয়েরা তাদের দেখছে না। নতুন আইন অনুযায়ী কেউ তার বাবা, মাকে দেখাশোনা না করলে তার মাসিক বেতনের ১০ শতাংশ কেটে নেওয়া হবে। কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ নয়, কিছু বৃদ্ধ মানুষজনের জন্যই এই আইন করা হয়েছে।
বিশ্বশর্মা আরও বলেন, আপাতত সরকারি কর্মীদের জন্য ওই আইন করা হলেও পরে তা অন্যান্যদের জন্যও করা হবে। শীঘ্রই বেসরকারি কর্মচারী ও বিধায়ক-সাংসদদের জন্যও ওই আইন বলবত হবে।
আরও পড়ুন-প্রয়াত রামজন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কে মূল মামলাকারী মোহন্ত ভাস্কর দাস