ফের শুরু হল কয়েন উৎপাদন, সমস্যা কি আরও বাড়বে?

বাজারে কয়েনের সংখ্যা বেড়ে ‌যাওয়া ও রাখার সমস্যার জন্য গত ৯ জানুয়ারি কয়েন তৈরি বন্ধ করে দিয়েছিল সরকার

Updated By: Jan 14, 2018, 08:37 PM IST
ফের শুরু হল কয়েন উৎপাদন, সমস্যা কি আরও বাড়বে?

নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগেই কয়েন তৈরি বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। সরকারের নির্দেশে ফের তা শুরু হল।  

কেন্দ্রের নির্দেশে ফের কয়েন উৎপাদন শুরু করল নয়ডা, কলকাতা, মুম্বই ও হায়দরাবাদের ট্যাঁকশাল। তবে এবার কয়েন তৈরি হচ্ছে তুলনামূলক ধীর গতিতে। কর্মীরা কাজ করছেন একটিমাত্র শিফটে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর সরকারি ট্যাঁকশালগুলিকে ২০১৭-১৮ আর্থিক বছরে ৭৭১২ মিলিয়ন কয়েন তৈরির নির্দেশ দিয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই ৫৯০০ মিলিয়ন কয়েন তৈরি হয়ে গিয়েছে। ফলে উৎপাদন হার কমাতে হচ্ছেই।

আরও পড়ুন-‘প্রিয়া তু আব তো আ জা..’, নেচে গেয়ে মঞ্চ মাতালেন সাংসদ কল্যাণ

উল্লেখ্য, বাজারে কয়েনের সংখ্যা বেড়ে ‌যাওয়া ও রাখার সমস্যার জন্য গত ৯ জানুয়ারি কয়েন তৈরি বন্ধ করে দিয়েছিল সরকার। ফের তা শুরু হওয়ায় আশঙ্কা তৈরি হচ্ছে নানা মহলে। কারণ ইতিমধ্যেই বাজারে কয়েনের ‌জোগান এতটাই বেশি ‌যে বড় ব্যবসায়ীরা তা নিতে চাইছেন না। সেই চাপ এসে পড়ছে সাধারণ ক্রেতা-বিক্রেতার উপরে। প্রশ্ন এবার আরও কয়েন বাজারে এলে সাধারণ মানুষের ভোগান্তি কি আরও বাড়বে? উঠছে প্রশ্ন।

.