রাজ্যের দেখানো পথে হেঁটে নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের কথা ঘোষণা প্রধানমন্ত্রীর
রাজ্যের দেখানো পথেই হাঁটল কেন্দ্র। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর নেতাজির জন্মদিনেই শুরু হবে ফাইল প্রকাশের প্রক্রিয়া। ভিন দেশের সরকারকেও নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের আর্জি জানাবে ভারত।
ওয়েব ডেস্ক: রাজ্যের দেখানো পথেই হাঁটল কেন্দ্র। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর নেতাজির জন্মদিনেই শুরু হবে ফাইল প্রকাশের প্রক্রিয়া। ভিন দেশের সরকারকেও নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের আর্জি জানাবে ভারত।
পথ দেখাল বাংলা
১৮ সেপ্টেম্বর, ২০১৫
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে নিজভূমে মুক্ত নেতাজি। কলকাতা পুলিস মিউজিয়ামের হেফাজতে মুক্তি পেল নেতাজি সংক্রান্ত চৌষট্টিটি ফাইল। এই ইস্যুতে সেদিনই কেন্দ্রকে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী।
প্রতীক্ষার প্রহর
নেতাজি পরিবারের সঙ্গে সাক্ষাতে রাজি হয়েছিলেন আগেই। মমতার ঘোষণায় এবার চাপের মুখে মোদী। বুধবার নেতাজি পরিবারের সঙ্গে সাক্ষাতের আগে টুইটে নিজের উচ্ছ্বাস গোপন করেননি তিনি।
অবশেষে ব্রেক থ্রু
সাত নম্বর রেসকোর্স রোডের লনে এ এক অন্যরকম চায়ের আসর। ছিলেন নেতাজি পরিবারের ৩৫ জন। নেতাজি সংক্রান্ত গবেষক ও বিদ্দজ্জনেরা ছাড়াও ছিলেন বাংলার সাংসদ-মন্ত্রী বাবুল সুপ্রিয়।
আলোচনার পরই ফাইল প্রকাশের সিদ্ধান্ত ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী । বৈঠকের শেষে টুইটও করেন তিনি।
Will also request foreign Governments to declassify files on Netaji available with them. Shall begin this with Russia in December.
— Narendra Modi (@narendramodi) October 14, 2015
It was a privilege to welcome family members of Subhas Babu to 7RCR. We had a remarkable & extensive interaction. pic.twitter.com/Zxa5K3ZBdo
— Narendra Modi (@narendramodi) October 14, 2015