প্রত্যাশা মতোই পণ্য পরিষেবা বিল নিয়ে বিল নিয়ে রাজ্যসভা
![প্রত্যাশা মতোই পণ্য পরিষেবা বিল নিয়ে বিল নিয়ে রাজ্যসভা প্রত্যাশা মতোই পণ্য পরিষেবা বিল নিয়ে বিল নিয়ে রাজ্যসভা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/05/11/37810-rajyasbha.jpg)
পণ্য পরিষেবা বিল নিয়ে আজ উত্তাল হল রাজ্যসভা। বিলের বিরোধিতায় গোড়া থেকেই সরব ছিল কংগ্রেস। একই সঙ্গে নীতিন গড়করির ইস্তফাতেও সোচ্চার ছিলেন কংগ্রেস সাংসদরা। পূর্তি গ্রুপে আর্থিক দুর্নীতি নিয়ে সম্প্রতি সামনে এসেছে সিএজি রিপোর্ট। পূর্তি সংস্থার অন্যতম অংশীদার নীতিন গড়করি। আর এই রিপোর্ট সামনে আসতেই আজ দিনের শুরু থেকে রাজ্যসভায় সরব হন কংগ্রেস সাংসদরা। গড়করি অবশ্য জানিয়ে দিয়েছেন, কোনওরকম দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। আইন আইনের পথেই চলবে বলে উল্লেখ করেছেন তিনি।
গত ৬ মে লোকসভায় পাস হয়ে যায় জিএসটি সংবিধান সংশোধনী বিল। দুই তৃতীয়াংশ ভোটেই লোকসভার গণ্ডি পেরোয় এই বিল। পণ্য পরিষেবা কর লাগু হলে দীর্ঘমেয়াদে জিনিসের দাম কমবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আর্থিক বৃদ্ধিও তরান্বিত হবে বলেও জানিয়েছেন তিনি। এই নতুন কর চালু হলে অপ্রত্যক্ষ সমস্ত কর উঠে যাবে।
লোকসভার গণ্ডি পেরোলেও আসল গেরো ছিল রাজ্যসভায়। সেখানে সরকার সংখ্যাগরিষ্ঠ নয়। ফলে বিল পাস করাতে বিরোধীদের দরকার ছিল। ফলে রাজ্যসভার গণ্ডি পেরোনোই ছিল সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।