‘গুজরাটের মানুষ জানে ওরা কীভাবে রঙ বদল করে’, কংগ্রেসকে নিশানা মোদীর
কংগ্রেস দুই ভাইয়ের মধ্যে দেওয়াল তুলে দেয়। এক জাতের সঙ্গে অন্য জাতের লড়াই লাগিয়ে দেয়। মন্তব্য মোদীর
নিজস্ব প্রতিবেদন: গুজরাট বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী একের পর এক সভা করছেন গুজরাটে। রবিবার ভারুচের সভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মোদী।
রবিবার ভরুচের সভায় মোদী বলেন, ‘একসময় কংগ্রেস আমলে হিংসা ও কারফিউ ভারুচের খুব সাধারণ ব্যাপার ছিল। বিজেপি সেই অবস্থা বদলে দিয়েছে।। শুধুমাত্র ভারুচেই নয়, গোটা গুজরাটে। ভারুচ ও কচ্ছের মতো সংখ্যালঘু অধ্যুসিত জেলায় বিজেপির আমলেই উন্নয়ন হয়েছে।’
এবার গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে কয়েকজন প্রভাবশালী নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন তেমনি ফের মাথাচাড়া দিয়েছেন হার্দিক প্যাটেল। ফলে কংগ্রেস ও বিরোধীদের হালকাভাবে নিচ্ছে না বিজেপি। এদিন ভারুচে কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, ‘গুজরাটের মানুষ জানে কংগ্রেস কীভাবে রঙ বদল করে। তারা দুই ভাইয়ের মধ্যে দেওয়াল তুলে দেয়। এক জাতের সঙ্গে অন্য জাতের লড়াই লাগিয়ে দেয়। তারা আপানাদেরও লড়িয়ে দেবে একে অপরের বিরুদ্ধে। আপনি মরবেন। আর মাঝখান থেকে মালাই খেয়ে যাবে কংগ্রেস।’
কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ওরা শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা করে। ওরা বুলেট ট্রেনের বিরোধিতা করছে। কারণ ওরা এধরনের কোনও প্রকল্প আনতে পারেনি। তাই ঈর্ষায় এসব করছে।
আরও পড়ুন- মেয়েটি প্রাপ্তবয়স্ক হলে অভিযোগ বিশ্বাস করতাম, মন্তব্য বিড়লা কাণ্ডে অভিযুক্ত অভিষেকের বাবার