গুজরাটে উল্টে গেল ইভিএমবাহী ট্রাক, ষড়যন্ত্রের ইঙ্গিত হার্দিক প্যাটেলের
ভারুচে উল্টে গেল ইভিএমবাহী ট্রাক। এর পিছনে ষড়যন্ত্রের ইঙ্গিত করলেন পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল।
নিজস্ব প্রতিবেদন: গুজরাটে ভারুচে উল্টে গেল ইভিএমবাহী ট্রাক। আরও একবার টুইটারে ইভিএম কারসাজি উস্কে দেওয়ার মওকা পেয়ে গেলেন পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল।
চারদিকে ছড়িয়ে থাকা ইভিএমের ছবি দিয়ে হার্দিক টুইটারে লিখেছেন, ''ভোট পুনর্গণনার দাবি তুললেই ইভিএম ভর্তি ট্রাক উল্টে গেল। কী আজব কাণ্ড!''
रिकाउंटिंग की मांग उठते ही EVM भरी ट्रक पलटी,इस कांड को कया नाम दे?? pic.twitter.com/qAw75cpfli
— Hardik Patel (@HardikPatel_) 21 December 2017
EVM से भरी हुवी ट्रक ने भरूच के पास पलटी मारी,ड्राइवर को कुछ नहीं हुवा लेकिन EVM टूट गए हैं। pic.twitter.com/TVnwBsylWC
— Hardik Patel (@HardikPatel_) 21 December 2017
আরও পড়ুন- গুজরাটে নির্দল বিধায়কের সমর্থন নিয়ে একশোয় পৌঁছল বিজেপি
গুজরাট ভোটে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা। ভোটগণনার পরও ইভিএম কারসাজির অভিযোগ তুলেছিলেন হার্দিক প্যাটেল। ভারুচের জেলাশাসকের দাবি, ওই ইভিএমগুলি নির্বাচনে ব্যবহার করা হয়নি। কোনও ভোটযন্ত্র বিকল হয়ে গেলে সেগুলির বিকল্প হিসেবে রাখা হয়েছিল।