গুজরাট ও হিমাচলে গেরুয়া ঝড়ের ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়
গুজরাটে ক্ষমতায় আসতে পারছে না কংগ্রেস। হাতছাড়া হিমাচলপ্রদেশ। ইঙ্গিত বুথফেরত সমীক্ষার।
![গুজরাট ও হিমাচলে গেরুয়া ঝড়ের ইঙ্গিত বুথফেরত সমীক্ষায় গুজরাট ও হিমাচলে গেরুয়া ঝড়ের ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/14/102266-modi-show.jpg)
নিজস্ব প্রতিবেদন: গুজরাটের দ্বিতীয় দফা তথা শেষ দফার নির্বাচন শেষ হওয়ার পর চ্যানেলে চ্যানেলে বুথ ফেরত সমীক্ষার ফল বেরোতে শুরু করে। আর সবকটি সমীক্ষারই ইঙ্গিত, হিমাচলপ্রদেশ হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের। সেখানে সরকার গড়তে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রীর রাজ্যে ২২ বছর পরও ক্ষমতায় আসতে পারছে না কংগ্রেস। মন্দিরে মন্দিরে ঘুরে গুজরাটে এবারও শেষ হাসি হাসতে পারছেন না রাহুল গান্ধী।
গুজরাট (১৮২ আসন)
নিউজ ২৪-টুডেজ চাণক্য
বিজেপি- ১১০-১২০
কংগ্রেস- ৬৫-৭৫
টাইমস নাও-ভিএমআর
বিজেপি- ১০৯
কংগ্রেস- ৭০
রিপাবলিক টিভি
বিজেপি- ১০৮
কংগ্রেস- ৭৪
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া
বিজেপি- ৯৯ থেকে ১১৩
কংগ্রেস- ৬৮ থেকে ৮২
নিউজ ১৮-সি ভোটার
বিজেপি- ১০৮
কংগ্রেস-৭৪
এবিপি-সিএসডিএস
বিজেপি- ১১৭
কংগ্রেস-৬৪।
বিজেপিকে ১১০-১২০টি আসন দিচ্ছে সাহার সময়-এর বুথফেরত সমীক্ষা।
হিমাচল প্রদেশ (৬৮ আসন)
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া
বিজেপি- ৪৭ থেকে ৫৫
কংগ্রেস- ১৩-২০
নিউজ ২৪-টুডেজ চাণক্য
বিজেপি- ৫৫
কংগ্রেস- ১৩