Gyanvapi Masjid Row: নামাজ চলবে, শিবলিঙ্গ থাকলে তা সুরক্ষিত রাখতে হবে, জ্ঞানবাপী নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদে ভিডিওগ্রাফি সার্ভের বিরোধিতা করে মামলা হয় সুপ্রিম কোর্টে

Updated By: May 17, 2022, 06:21 PM IST
Gyanvapi Masjid Row: নামাজ চলবে, শিবলিঙ্গ থাকলে তা সুরক্ষিত রাখতে হবে, জ্ঞানবাপী নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদন: বারাণসীর জ্ঞানবাপী মসজিদে পাওয়া গিয়েছে শিবলিঙ্গের অস্তিত্ব। গতকাল এমনটাই দাবি করেন আইনজীবী বিষ্ণু জৈন। এদিকে ওই মসজিদ নিয়ে ওঠা বিতর্কের ফলে হওয়া এক মামলায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।  

মঙ্গলবার ওই মামলার শুনানিতে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বেঞ্চের নির্দেশ, ' যদি মসজিদে শিবলিঙ্গ পাওয়া যায় তাহলে মসজিদ ও শিবলিঙ্গের মধ্যে এক সামঞ্জাস্য রাখতে হবে। জেলা শাসককে নির্দেশ দেওয়া হচ্ছে যে জায়গায় শিবলিঙ্গ দেখা গিয়েছে বলে দাবি তা সুরক্ষিত করা হোক। পাশাপাশি মসজিদে নামাজ পাঠে যেন বাধা সৃষ্টি করা না হয়।'

মসজিদে ভিডিওগ্রাফি সার্ভের বিরোধিতা করে মামলা হয় সুপ্রিম কোর্টে। আজ ওই মামলায় মসজিদ কমিটির তরফে আইনজীবী আহমেদি সওয়াল করেন, 'কীভাবে মসজিদ সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া যেতে পারে যখন মসজিদের স্টেটাস কো বজায় রাখার নির্দেশ আগে থেকেই রয়েছে।' তার পরও ওই নির্দেশ দেয় শীর্ষ আদালত।

আরও পড়ুন-'রাজ্যজুড়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ বন্ধ রাখা উচিত', হাইকোর্টে মতপোষণ এজি-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.