সংখ্যালঘুদের অস্তিত্ব, নিরাপত্তা, শিক্ষায় আরও অধিকার দেওয়া হোক: হামিদ আনসারি
সংখ্যালঘুদের অধিকারের প্রশ্নে এবার জোরালো সওয়াল করলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। রাষ্ট্রকে এ বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়ার দাবি জানালেন তিনি।
ওয়েব ডেস্ক: সংখ্যালঘুদের অধিকারের প্রশ্নে এবার জোরালো সওয়াল করলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। রাষ্ট্রকে এ বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়ার দাবি জানালেন তিনি।
সংখ্যালঘুদের অস্তিত্ব, নিরাপত্তা, শিক্ষা এবং ক্ষমতায়নের প্রশ্নে আরও অধিকার দেওয়ার পক্ষে তিনি। সবকে সাথ, সবকে বিকাশ-এর ওপর জোর দিয়েছেন উপরাষ্ট্রপতি। সারা ভারত মজলিস-এ-মুশারতের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এ কথা বলেন হামিদ আনসারি। প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিরাপত্তা, শিক্ষা। এই বিষয়গুলিকে আরও জোর গলায় আমাদের বলতে হবে। সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার জন্য প্রয়োজন সুষ্ঠু স্ট্র্যাটেজি এবং তা প্রয়োগের সঠিক পদ্ধতি তৈরি করা।