যোগী রাজ্যের পর এবার হরিয়ানাতেও 'লাভ জেহাদ' রুখতে আসছে কড়া আইন

গত সপ্তাহে হরিয়ানার বল্লভগড়ে এক কলেজ ছাত্রীকে গুলি করে খুন করে এক যুবক। ছাত্রীর পরিবারের অভিযোগ, ওই তরুণ তাকে বিয়ে কার জন্য ধর্ম পরিবর্তনের করতে চাপ দিচ্ছিল। 

Updated By: Nov 1, 2020, 06:06 PM IST
যোগী রাজ্যের পর এবার হরিয়ানাতেও 'লাভ জেহাদ' রুখতে আসছে কড়া আইন

নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশে যোগী সরকারের পর এবার হরিয়ানাতেও 'লাভ জেহাদ'-এর বিরুদ্ধে আইন! 

এমনটাই জানালেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। রবিবার অনিল ভিজ এক টুইটে জানিয়েছেন, লাভ জেহাদ-এর বিরুদ্ধে আইন আনার কথা ভাবছে হরিয়ানা সরকার।

আরও পড়ুন-মুখে দুই গজ দূরত্বের কথা; আবার সভায় ভিড় দেখেও আপ্লুত, বিহারে ক্ষমতায় আসা নিয়ে নিশ্চিত মোদী 

উল্লেখ্য, গতকালই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যারা আমাদের মেয়েদের সম্মান করবে না তাদের 'রাম নাম সত্য হবে'। লাভ জেহাদের বিরুদ্ধে শীঘ্রই আইন আনবে রাজ্য সরকার।

সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে, কেবলমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা যাবে না। সেই রায়কেই হাতিয়ার করে সরব হয়েছেন যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন-করোনা আবহে বিক্রি তলানিতে, এর উপর বাজি বন্ধের মামলার খবর পেয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা

প্রসঙ্গত, গত সপ্তাহে হরিয়ানার বল্লভগড়ে এক কলেজ ছাত্রীকে গুলি করে খুন করে এক যুবক। ছাত্রীর পরিবারের অভিযোগ, ওই তরুণ তাকে বিয়ে কার জন্য ধর্ম পরিবর্তনের করতে চাপ দিচ্ছিল। রাজ্যে কয়েকটি হিন্দু সংগঠন ঘটনাটিকে লাভ জেহাদ বলে সরব হয়েছে। ছাত্রীর পরিবারের সঙ্গে গতকাল দেখা করেন  বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার। আজ এনিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভও হয়েছে বল্লভগড়ে।

.