জামিনে মুক্ত বঙ্গারু লক্ষ্মণ
অবশেষে জামিন পেলেন প্রাক্তন বিজেপি অধ্যক্ষ বঙ্গারু লক্ষ্মণ। দু`হাজার একে তাহেলকার বিখ্যাত স্টিং অপরেশনে ভুয়ো প্রতিরক্ষা চুক্তিতে টাকার বিনিময়ে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন বিজেপির তৎকালীন অধ্যক্ষ। ব্যক্তিগত এবং শর্তসাপেক্ষ উভয় ক্ষেত্রেই ৫০,০০০ টাকা জামিনে দিল্লি হাইকোর্ট থেকে বৃহস্পতিবার ছাড়া পেলেন তিনি।
অবশেষে জামিন পেলেন প্রাক্তন বিজেপি অধ্যক্ষ বঙ্গারু লক্ষ্মণ। দু`হাজার একে তাহেলকার বিখ্যাত স্টিং অপরেশনে ভুয়ো প্রতিরক্ষা চুক্তিতে টাকার বিনিময়ে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন বিজেপির তৎকালীন অধ্যক্ষ। ব্যক্তিগত এবং শর্তসাপেক্ষ উভয় ক্ষেত্রেই ৫০,০০০ টাকা জামিনে দিল্লি হাইকোর্ট থেকে বৃহস্পতিবার ছাড়া পেলেন তিনি।
বেশ কিছু বছর চলা মামলার পর ২০০৮ সালে জেল হয় বর্ষীয়ান এই বিজেপি নেতার। চলতি বছরের ৪ তারিখে বঙ্গারু লক্ষ্মণ তাঁর বয়স এবং শারীরিক অবস্থার কথা উল্লেখ করে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। এরই সঙ্গে স্ট্রিং অপরেশন করে কাউকে অপরাধ করতে বাধ্য করার প্রক্রিয়াটি নিষিদ্ধ করারও আবেদন করেন তিনি।
২০০১ সালে নিজের অফিসেই ১ লক্ষ টাকার বিনিময়ে সেনাবাহিনীতে অস্ত্র সরবারহে রাজি হতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ছিলেন ৭২ বছরের এই নেতা। স্ট্রিং অপরেশনের ভিত্তিতে সিবিআই বঙ্গারুর বিরুদ্ধে মামলা করেন।