হেডলি তথ্য জানানো সম্ভব নয়, সিদ্ধান্ত কেন্দ্রের
ইশরত জাহান কাণ্ডে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। ইশরত জাহান সম্পর্কে ২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত ডেভিড হেডলি এনআইএর তদন্তকারীদের যে তথ্য দিয়েছিলেন, তা প্রকাশ করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন শিন্ডে।
ইশরত জাহান কাণ্ডে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। ইশরত জাহান সম্পর্কে ২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত ডেভিড হেডলি এনআইএর তদন্তকারীদের যে তথ্য দিয়েছিলেন, তা প্রকাশ করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন শিন্ডে।
২০১১ সালে ইশরতের পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ সম্পর্কে হেডলি এনআইএকে তথ্য দিয়েছিল। আদালত ইশরত জাহানকে ক্লিনচিট দেওয়ার পর, এই ধরনের তথ্য সামনে আসায় হেডলির বয়ান প্রকাশ্যে আনার দাবি ওঠে।
বুধবার সরকার জানিয়েছে, "এ সম্পর্কে এনআইএ এখনও রিপোর্ট দেয়নি।"