তৃতীয় ঢেউ আসতে দিলে চলবে না, স্বাস্থ্যমন্ত্রককে লক্ষ্য বেঁধে দিলেন PM Modi

এ দিন ৬ রাজ্যের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৈঠকে তিনি জানান,'তৃতীয় ঢেউ আটকানোই এখন অগ্রাধিকার হওয়া উচিত।' 

Updated By: Jul 17, 2021, 12:07 AM IST
তৃতীয় ঢেউ আসতে দিলে চলবে না, স্বাস্থ্যমন্ত্রককে লক্ষ্য বেঁধে দিলেন PM Modi

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠেছে গোটা দেশ। এখনই পরিত্রাণ নেই। এবার আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। আগামী ১০০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশবাসীকে সতর্ক করেছে কেন্দ্র। কিন্তু তৃতীয় ঢেউই যদি না আসে? এমন এভারেস্টসম লক্ষ্যই বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ কথা জানালেন ভারতের কোভিড টাস্ক ফোর্সের প্রধান চিকিৎসক ভিকে পাল (VK Paul)।

সাংবাদিক বৈঠকে ভিকে পাল বলেন,'আমাদের বিশাল জনসংখ্যা এখনও সুরক্ষিত নয়। যে কোনও সময় ভাইরাসের প্রাদুর্ভাব ঘটতে পারে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কয়েকটি রাজ্যে যেভাবে বাড়ছে তা সতর্কবার্তা দিচ্ছে। তবে তৃতীয় ঢেউ আসতে দিলে চলবে না। এই লক্ষ্যই দিয়েছেন প্রধানমন্ত্রী।' তিনি আরও বলেন, 'টিকাকরণের গতি বাড়াতে চলেছে সরকার। ২১ জুন শীর্ষে পৌঁছনোর পর তা নিম্নমুখী। এটা আশঙ্কার বিষয়। গতকাল মাত্র ৩৮.৭৯ লক্ষ ডোজ দেওয়া হয়েছে।'                           

এ দিন ৬ রাজ্যের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৈঠকে তিনি জানান,'তৃতীয় ঢেউ আটকানোই এখন অগ্রাধিকার হওয়া উচিত।' দেশের কোভিড সংক্রমণের ৮০ শতাংশই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, ওডিশা, কেরল ও মহারাষ্ট্রের। ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে আরটি-পিসিআর পরীক্ষা ও টিকাকরণ বাড়ানোর পরামর্শ দেন মোদী। তাঁর কথায়, কোভিডের তৃতীয় ঢেউ থামানো দরকার। আমাদের পরিকল্পনা হল,পরীক্ষা, পর্যবেক্ষণ, চিকিৎসা ও ভ্যাকসিন। এটাই এখন অগ্রাধিকার।'  

আরও পড়ুন- রাজ্যের ১৮ জেলায় কোভিড-মৃত্যু শূন্য, দৈনিক সংক্রমণ ৯০০-র নীচেই

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.