RG Kar Case| Supreme Court: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি!
RG Kar Case| Supreme Court: আজ, মঙ্গলবার দুপুর ৩টে সুপ্রিম কোর্টের আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু অন্যন্য মামলার শুনানিতে দীর্ঘ সময় চলে যায়। বিকেলে রাষ্ট্রভবনে এক অনুষ্ঠানে যাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জি ওয়াই চন্দ্রচূড়। সেকারণেই স্থগিত আরজি কর মামলার শুনানি।
রাজীব চক্রবর্তী: আজ, মঙ্গলবার হওয়ার কথা ছিল, কিন্তু হল না। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলা শুনানি। আগামীকাল, বুধবার মামলাটি শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
এর আগে, যেদিন সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হয়, সেদিন সিভিক ভলান্টিয়ার নিয়োগে স্বজনপোষণ-বিতর্কে ৬টি প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ কারা করে?নিয়োগের যোগ্যতা কী? রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত।
এদিন সুপ্রিম কোর্টে সেই হলফনামা জমা দিয়েছে রাজ্য। হলফনামায় উল্লেখ, সিভিক ভলান্টিয়ার নিয়োগের জন্য রয়েছে কমিটি। কমিশনারেট এলাকা কমিটির চেয়ারম্যান পুলিস সুপার, আর জেলায় পুলিস সুপার। শুধু তাই নয়, ডিজি, আইজিপি'র নেতৃত্বে রয়েছে অ্যাপেক্স কমিটিও।
কলকাতা হাইকোর্টে নির্দেশে আরজি করে তরুণী চিকিত্সককে ধর্ষণ ও খুনের তদন্ত করছে সিবিআই। তদন্ত কতদুর এগোল? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। রিপোর্ট দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের জাতীয় টাস্ক ফোর্সকেও।
আজ, মঙ্গলবার দুপুর ৩টে সুপ্রিম কোর্টের আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু অন্যন্য মামলার শুনানিতে দীর্ঘ সময় চলে যায়। বিকেলে আবার সুপ্রিম কোর্টের নতুন লোগো উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে যাবেন প্রধান বিচারপতি জি ওয়াই চন্দ্রচূড়। ফলে আরজি কর মামলার শুনানি নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত শুনানি স্থগিত হয়ে যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছে, আগামীকাল বুধবার আরজি কর মামলাটিই প্রথম শোনা হবে।
এর আগেও, সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছিল আরজি কর মামলার শুনানি। আন্দোলনকারীরা বলেন, 'আমরা হতাশ হয়েছি। এই যে বিচারবিভাগের যে একে এক তারিখ দেওয়া, এটা এই কেসে আশা করিনি। আমরা চেয়েছিলাম দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হোক। ঘটনার মোটিভ ও প্রকৃত দোষীরা শাস্তি পাক। সুপ্রিম কোর্টে নজরদারি করছে। আমরা বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিলাম, সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত পেয়েছি। তারপরেও আমাদের য়ে প্রশ্নগুলি, জানি না সুপ্রিম কোর্টের কান পর্যন্ত পৌঁছতে পারছি কিনা। আমার চেয়েছি যে, ঘটনার মোটিভ সামনে আসুক। কতজন যুক্ত, পরিকল্পিত খুন বলে আমাদের মনে হয়েছে। এই প্রশ্নগুলি উত্তর আমরা সিবিআই বা সুপ্রিম কোর্টের কাছ থেকে পাইনি, এখনও পাচ্ছি না'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)