সাইকেল শুনানি

সাইকেলের মালিকানা আসলে কার? আপাতত এই নিয়েই যাদব পরিবারে যুযুধান বাবা-ছেলে। দুপক্ষই এতদিন দাবি করে এসেছে যে সাইকেলের প্রকৃত মালিক তারাই। বিরোধ গড়িয়েছে দিল্লির নির্বাচন ভবন পর্যন্ত। আজ নির্বাচন কমিশনে সেই ঘরোয়া কোন্দলের শুনানি।

Updated By: Jan 9, 2017, 12:25 PM IST
সাইকেল শুনানি

ওয়েব ডেস্ক: সাইকেলের মালিকানা আসলে কার? আপাতত এই নিয়েই যাদব পরিবারে যুযুধান বাবা-ছেলে। দুপক্ষই এতদিন দাবি করে এসেছে যে সাইকেলের প্রকৃত মালিক তারাই। বিরোধ গড়িয়েছে দিল্লির নির্বাচন ভবন পর্যন্ত। আজ নির্বাচন কমিশনে সেই ঘরোয়া কোন্দলের শুনানি।

আরও পড়ুন- নজরে রাখতে সাউথ অ্যাভিনিউয়ে ডেরেক ও মুকুলের বাংলোর বাইরে পুলিস

আসন্ন বিধানসভা নির্বাচনে দলের টিকিট বিলির ক্ষমতা কার হাতে থাকবে, তানিয়েই দ্বন্দ্ব। দুই শিবিরে বিভক্ত 'নেতাজী'র সপা। ভাঙনের নিশ্চিত মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু দুই পক্ষই যে চায় সাইকেল প্রতীক। দুপক্ষেরই দাবি তারাই সাচ্চা সপা। অখিলেশ শিবির ইতিমধ্যেই সাইকেল প্রতীক দাবি করেছে। দাবির সপক্ষে কমিশনে ছয় ট্রাঙ্ক ভর্তি নথিপত্রও জমা দিয়েছে তারা। আজ একই দাবি জানাবেন মুলায়ম সিং যাদব। রবিবার মুলায়ম দাবি করেন এখনও সমাজবাদী পার্টির প্রধান তিনিই। ছেলে অখিলেশ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মাত্র।

আরও পড়ুন- শীতের রাজধানীতে কাঁপুনি ধরাতে পারে তৃণমূলের আন্দোলন

.