Viral Video: বিজেপিশাসিত রাজ্যে একী অবস্থা! পুঁটলিতে শিশুর পোড়া দেহ নিয়ে হাসপাতালের পথে বাবা...
জানা গিয়েছে, মধ্য়প্রদেশের দিনদোরা জেলার ভুরখা গ্রামে হঠাৎ-ই আগুন লেগে যায়। লেলিহান শিখা গ্রাস করে নেয় সবকিছুই। কবে? গতকাল, বুধবার রাতে। সেই আগুনেই জীবন্ত দগ্ধ হয়ে দিয়েছে চন্দন রাজ নামে ৪ বছরের এক শিশু। রেহাই পায়নি বাড়ির দুই গৃহপালিত পশুও।
জি ২৪ ঘন্টা ডিজিটা ব্য়ুরো: মানবিকতার লজ্জা! ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু শিশুপুত্রের। কিন্তু অ্যাম্বু্ল্যান্স কোথায়? পুঁটলিতে পোড়া দেহ নিয়ে ময়নাতদন্ত করাতে হাসপাতালের পথে বাবা। এবার বিজেপিশাসিত মধ্যপ্রদেশ। দাবানলের মতো ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্য়াল মিডিয়ায়।
আরও পড়ুন: Air India Express Crisis: অবশেষে গলল বরফ! কাজ ফিরছেন 'সিক লিভে' থাকা পাইলটরা, পুনর্বহাল ২৫ কর্মী
জানা গিয়েছে, মধ্য়প্রদেশের দিনদোরা জেলার ভুরখা গ্রামে হঠাৎ-ই আগুন লেগে যায়। লেলিহান শিখা গ্রাস করে নেয় সবকিছুই। কবে? গতকাল, বুধবার রাতে। সেই আগুনেই জীবন্ত দগ্ধ হয়ে দিয়েছে চন্দন রাজ নামে ৪ বছরের এক শিশু। রেহাই পায়নি বাড়ির দুই গৃহপালিত পশুও।
তারপর? আজ, বৃহস্পতিবার দেখা গেল, ছেলের ছাই হয়ে যাওয়া দেহ পুঁটলিতে বেঁধে হাসপাতালে নিয়ে যাচ্ছেন চন্দনের বাবা। কারণ, নিয়মাফিক সেই দেহে ময়নাতদন্ত হবে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে দিয়েছে।
#WATCH | Grieving Dad Carries Burnt Body Of Son In A Basket After He Fails To Find An Ambulance In #MadhyaPradesh's #Dindori #MPNews pic.twitter.com/gwTBKSLKdW
— Free Press Madhya Pradesh (@FreePressMP) May 9, 2024
গ্রাম থেকে হাসপাতালে দূরত্ব ১৪ কিমি। কিন্তু ছেলে মৃতদেহ নিয়ে যাওয়ার মতো কোনও গাড়ি বা অ্যাম্বুল্য়ান্স পাননি শিশুটির বাবা। কেন এমন পরিস্থিতি? তদন্তে নেমেছে পুলিস।
এদিকে বাদ নেই বিজেপিশাসিত উত্তরপ্রদেশও। যোগী রাজ্যে প্রথমে এক NEET পরীক্ষার্থী মুখ পুড়িয়ে দেওয়া চেষ্টা করা হয়। তারপর ইট বেঁধে দেওয়া হয় পুরুষাঙ্গে! সেই ঘটনার ভিডিয়ো-ও ভাইরাল হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, অনলাইন বেটিং গেমে হেরে যায় ওই নির্যাতিত পড়ুয়া। পরাজয়ের জন্য তাঁকে ২০ হাজার টাকা দিতে বলা হয়, কিন্তু সে ওই টাকা দিতে অস্বীকার করে। যার জেরে এই নির্মমভাবে অত্যাচার। পুলিস, ৬ জনকে গ্রেফতার করেছে বলে খবর।
আরও পড়ুন: Jalebi Baba: এক জীবনে লালসার শিকার ১২০ কিশোরী-তরণী-যুবতী! জেলেই শেষ ভণ্ড সাধু 'জলেবি বাবা'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)