হোয়াটসঅ্যাপেই ঠিক হত রেট, দেহব্যবসার জমাটি আসর!
হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দেহব্যবসা। প্রথমে ছবি ছড়িয়ে দেওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ছবি পছন্দ হলে তারপর রেট ঠিক। এবার জমিয়ে দেহব্যবসার আসর। এমনটাই চলছিল।
ওয়েব ডেস্ক : হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দেহব্যবসা। প্রথমে ছবি ছড়িয়ে দেওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ছবি পছন্দ হলে তারপর রেট ঠিক। এবার জমিয়ে দেহব্যবসার আসর। এমনটাই চলছিল।
গুরগাঁওতে ধরা পড়েছে এই হাইপ্রোফাইল মধুচক্র। যেখানে খদ্দের ধরা থেকে রেট ঠিক করা সবটাই হত হোয়াটসঅ্যাপে। মধুচক্রের পুরো কাজকর্মটাই চলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অবশেষে পুলিসের হাতে এই দেহব্যবসার সঙ্গে যুক্ত ৫ জন ধরা পড়ার পরই গোটা বিষয়টি সামনে আসে। ধৃতদের মধ্যে ২ জন বিদেশি কলগার্ল। যাদের কারোরই বৈধ পরিচয়পত্র বা পাসপোর্ট নেই। আর বাকি ৩ জন দিল্লির। এছাড়া আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়।