পাকিস্তান এয়ারলাইনস অফিসে হিন্দু সেনার আক্রমণ
নিউ দিল্লিতে বারখাম্বা রোডের পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনস অফিসে হামলা চালিয়েছে হিন্দু সেনা। দক্ষিণপন্থী রাজনীতি বা আরও স্পষ্ট বললে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক গোষ্ঠী হিন্দু সেনার এই আক্রমণে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি ও আরএসএস বিরোধী দলগুলি এই ঘটনায় কড়া নিন্দা করেছেন।
ওয়েব ডেস্ক: নিউ দিল্লিতে বারখাম্বা রোডের পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনস অফিসে হামলা চালিয়েছে হিন্দু সেনা। দক্ষিণপন্থী রাজনীতি বা আরও স্পষ্ট বললে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক গোষ্ঠী হিন্দু সেনার এই আক্রমণে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি ও আরএসএস বিরোধী দলগুলি এই ঘটনায় কড়া নিন্দা করেছেন।
ঘটনায় কেউ আহত হননি, এমনটাই জানিয়েছেন ডেপুটি কমিশনার অফ পুলিস (নিউ দিল্লি) যতিন নারওয়াল। পাকিস্তান এয়ারলাইনস অফিসে আক্রমণ চালিয়েছিল ৪ জন। তাঁদের মধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিস। বাকি ৩ জন পলাতক। হিন্দু সেনার ওই তিন কর্মিকে ধরতে তৎপর পুলিস।
(তথ্যসুত্র-দ্য হিন্দু)