বৃন্দাবনে কীভাবে শুরু হল হোলি?

পুরাণ বলে কৃষ্ণের হাত ধরেই ব্রজধামে রঙ উত্‍সবের শুরু। এ নিয়ে রয়েছে নানা লোকশ্রুতি।(কৃষ্ণপ্রেমের হাতছানিতে ব্রজভূমে বিদেশিদের ভিড়)

Updated By: Mar 13, 2017, 09:51 PM IST
বৃন্দাবনে কীভাবে শুরু হল হোলি?

ওয়েব ডেস্ক: পুরাণ বলে কৃষ্ণের হাত ধরেই ব্রজধামে রঙ উত্‍সবের শুরু। এ নিয়ে রয়েছে নানা লোকশ্রুতি।(কৃষ্ণপ্রেমের হাতছানিতে ব্রজভূমে বিদেশিদের ভিড়)

লুকোচুরির রঙ ছিল প্রেমের। লুকোচুরির রঙ ছিল অভিসারের। লুকোচুরির রঙ ছিল প্রেমের সঙ্গে পুজার। হোলির দিন প্রেমের রঙে রঙিন বৃন্দাবন। রাধা-কৃষ্ণের প্রেমগাঁথাই তো আসলে হোলি পুরাণ। ব্রজনিবাসজুড়ে  এনিয়ে রয়েছে এক চমত্‍কার গল্পগাঁথা। কী সেই গল্প? পুরান বলে, শ্যামরঙা কানাহাইয়ার সঙ্গে তখন গভীর প্রেমে রাধার। কৃষ্ণপ্রেম মানেই তো হাজারো লীলার সহবাস। একদিন কৃষ্ণ,  মা যশোদাকে বললেন, মা জানো  রাধা বড় ফর্সা ,আর আমি কালো। এ কালোরূপে আমি রাধার মন পাচ্ছি না। মা যশোদা  বললেন, তাহলে রাধাকে তোমার রঙে রাঙিয়ে দাও। সেই থেকে বৃন্দাবনে শুরু হল রঙ খেলা। প্রেমের রঙে রঙিন হল রাধা।

ব্রজধামে প্রসিদ্ধ মথুরার বাঁকে বিহারির মন্দির। দূরদুরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হতে। প্রেম-প্রকৃতি-পুজা। সব মিলেমিশে এক হয়ে যায় বসন্ত শেষের ফাগের মেলায়। হোলির দিন বাঁকে বিহারি মন্দিরের আনাচে কানাচে  তরুণ তরুণীর মন রাঙা হয় প্রেমের রঙে। আসলে হোলিতো প্রেমের উত্‍সব।সেই রঙেই রাঙা হয় ব্রজনিবাস।

.