চিনে নিন নতুন দু'হাজার টাকার নোট

এই প্রথম বাজারে আসছে দু'হাজার টাকার নোট। এর আগে তো এই নোটটির কোনও অস্তিত্বই ছিল না। তাই হাতে পাওয়ার আগেই জেনে নিন নতুন এবং আসল দু'হাজার টাকার নোটটা ঠিক কেমন দেখতে হবে।

Updated By: Nov 9, 2016, 10:20 AM IST
চিনে নিন নতুন দু'হাজার টাকার নোট

ওয়েব ডেস্ক: এই প্রথম বাজারে আসছে দু'হাজার টাকার নোট। এর আগে তো এই নোটটির কোনও অস্তিত্বই ছিল না। তাই হাতে পাওয়ার আগেই জেনে নিন নতুন এবং আসল দু'হাজার টাকার নোটটা ঠিক কেমন দেখতে হবে।

(সামনে)
১. স্বচ্ছ রেজিস্টার। আলোয় ধরলে টাকার অঙ্ক 2000 স্পষ্ট দেখা যাবে
২. ল্যাটেন্ট ইমেজ চোখে 45 % কোণে ধরলে টাকার অঙ্ক 2000 স্পষ্ট দেখা যাবে
৩. দেবনাগরি হরফে লেখা টাকার অঙ্ক 2000
৪. নোটের কেন্দ্রে মহাত্মা গান্ধীর ছবি
৫. মাইক্রো লেটারে RBI এবং 2000
৬. রঙ বদলানো সিকিওরিটি থ্রেড তাতে RBI, BHARAT ও 2000 লেখা
৭. গ্যারান্টি ক্লজ, RBI গভর্নরের সই, ঋণপত্রের স্বীকৃতি
৮. মহাত্মা গান্ধীর ছবি ও ইলেক্ট্রটাইপ (2000) জলছবি
৯. নম্বর প্যানেল। ছোট থেকে বড় হচ্ছে নম্বর
১০. ডানদিকে অশোক স্তম্ভের ছবি
(দৃষ্টিহীনদের জন্য)
১১. মহাত্মা গান্ধীর 'উঁচু করা' প্রিন্ট, অশোক স্তম্ভের ছবি, আইডেন্টিফিকেশন মার্ক
১২. আড়াআড়ি চতুর্ভূজ তাতে 2000 লেখাটি 'উঁচু করা' প্রিন্ট
১৩. ডান ও বাঁদিকে সাতটি 'উঁচু করা' কৌণিক লাইন

আরও পড়ুন- চিনে নিন নতুন পাঁচশো টাকার নোট

পিছনে


১৪. কোন সালে ছাপা হয়েছে তা লেখা
১৫. স্বচ্ছ ভারত লোগো ও স্লোগান
১৬. কেন্দ্রের কাছাকাছি বিভিন্ন ভাষায় লেখা নোট
১৭. মঙ্গলযানের ছবি

.