দলিত গবেষক রোহিত ভেমুলার আত্মহত্যা নিয়ে আজও উত্তাল জাতীয় রাজনীতি

হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত গবেষক রোহিত ভেমুলার আত্মহত্যা নিয়ে আজও উত্তাল জাতীয় রাজনীতি। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ঘটনার বিরুদ্ধে পথে নেমেছেন ছাত্ররা। ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরাও। উঠেছে দুই কেন্দ্রীয় মন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় ও স্মৃতি ইরানির পদত্যাগের দাবি।

Updated By: Jan 20, 2016, 09:53 AM IST
দলিত গবেষক রোহিত ভেমুলার আত্মহত্যা নিয়ে আজও উত্তাল জাতীয় রাজনীতি

ওয়েব ডেস্ক: হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত গবেষক রোহিত ভেমুলার আত্মহত্যা নিয়ে আজও উত্তাল জাতীয় রাজনীতি। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ঘটনার বিরুদ্ধে পথে নেমেছেন ছাত্ররা। ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরাও। উঠেছে দুই কেন্দ্রীয় মন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় ও স্মৃতি ইরানির পদত্যাগের দাবি।

গতকাল ক্যাম্পাসে যান কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। আজ ক্যাম্পাসে যাচ্ছেন YSR কংগ্রেসের নেতা  জগনমোহন রেড্ডি। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আগামীকাল ভেমুলার পরিবারের সঙ্গে কথা বলতে যাবেন অরবিন্দ কেজরিওয়াল। উল্লেখযোগ্য ভাবে এই ইস্যুতে তদন্তের দাবিতে সরব হয়েছেন NDA-র শরিক রামবিলাস পাসওয়ানও। গত কালই হায়দরাবাদে যান ডেরেক ও ব্রায়ান সহ তৃণমূল প্রতিনিধি দল। আজও আন্দোলনকারীদের পাশে থাকবেন তাঁরা। কলকাতা সহ সব বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে টিএমসিপি।

.