যতক্ষণ দল পাশে আছে সাহস হারাচ্ছি না, সনিয়া-মনমোহনের সঙ্গে সাক্ষাতের পর বললেন চিদম্বরম
চিদম্বরম টুইট করে জানান, সনিয়া গান্ধী, মনমোহন সিং আমার সঙ্গে দেখা করায় সম্মানিত বোধ করছি।
নিজস্ব প্রতিবেদন: সোমবার তিহাড় জেলে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি তথা ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী। সনিয়া-মনমোহনের সঙ্গে সাক্ষাতের পর চিদম্বরম টুইট করে জানান, ‘শ্রীমতি সনিয়া গান্ধী, ডঃ মনমোহন সিং আমার সঙ্গে দেখা করায় সম্মানিত বোধ করছি। যতক্ষণ দল পাশে আছে, ততক্ষণ সাহস, শক্তি হারাচ্ছি না।’
I have asked my family to tweet on my behalf the following:
I am honoured that Smt. Sonia Gandhi and Dr. Manmohan Singh called on me today.
As long as the @INCIndia party is strong and brave, I will also be strong and brave.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 23, 2019
আর্থিক দুর্নীতি মামলায় ২১ অগাস্ট প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর ১৫ দিন সিবিআই হেফাজতে থাকার পর গত ৫ সেপ্টেম্বর থেকে তিহাড় জেলেই রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী। চিদম্বরমের বিরুদ্ধে সিবিআই-এর অভিযোগ, অর্থমন্ত্রী থাকাকালীন ‘আইএনএক্স মিডিয়া’ নামের সংস্থাকে বিদেশ থেকে বেআইনি ভাবে ৩০৫ কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন তিনি। এই টাকা পাইয়ে দেওয়ার জন্য চিদম্বরমকে বিপুল অঙ্কের টাকা ঘুষ দিয়েছিলেন ‘আইএনএক্স মিডিয়া’র তৎকালীন কর্ণধার পিটার মুখার্জি আর ইন্দ্রাণী মুখার্জি। ২০১৭-এর মে মাসে সিবিআই প্রথমবার ‘আইএনএক্স মিডিয়া’ দুর্নীতি মামলায় এফআইআর করে। ২০১৮-এ এই মামলায় নাম জড়ায় চিদম্বরমের। এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে টাকা তছরুপের মামলা করে। ওই বছরই ফেব্রুয়ারি মাসে ‘আইএনএক্স মিডিয়া’ দুর্নীতি মামলায় চিদম্বরমের ছেলে কার্তিকে গ্রেফতার করে সিবিআই। যদিও পরে দিল্লি হাইকোর্ট জামিন পেয়ে যান কার্তিক।
২০১৮-এ দফায় দফায় এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটের জেরার মুখে পড়তে হয়েছে চিদম্বরমকে। ২১ অগাস্ট গ্রেফতার হওয়ার আগে চিদম্বরম আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন, যা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে চিদম্বরম অভিযোগ করেন, হেনস্থা করার জন্যই সিবিআই তাঁকে তিহাড় জেলে পাঠানোর ব্যবস্থা করেছে। চিদম্বরমের গ্রেফতারির ঘটনায় কেন্দ্রে বিরুদ্ধে হেনস্থা, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন তাঁর ছেলে কার্তিক-সহ কংগ্রেসের শীর্ষনেতৃত্ব। আজ তাই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে তিহাড় জেলে দেখা করেন মনমোহন এবং সনিয়া।
আরও পড়ুন: ড্রোনের সাহায্যেই পঞ্জাবে খালিস্তানি জঙ্গিদের বিপুল অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান
৫ সেপ্টেম্বর থেকে তিহাড় জেলেই দিন কাটাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। সেখানেই কেটেছে তাঁর ৭৪তম জন্মদিনও। তবে জেলে বসেই দেশের বর্তমান আর্থিক সংকট নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি চিদম্বরম। ৫ শতাংশ জিডিপি নিয়েও বর্তমান সরকারকে খোঁচা দিয়েছেন তিনি। দেশের গাড়ির বাজারের মন্দারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
K Chidambaram after meeting his father P Chidambaram at Tihar Jail, Delhi:My father&my family are extremely grateful to Congress President Sonia Gandhi&former PM Dr Manmohan Singh for visiting him today&for extending their support. It's a big boost for us in this political fight pic.twitter.com/EXpGy6dxvU
— ANI (@ANI) September 23, 2019
এ দিন চিদম্বরমের ছেলে কার্তিকও দেখা করেন বাবার সঙ্গে। তিহাড় জেলে বাবার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্তিক জানান, মনমোহন সিং এবং সনিয়া গান্ধী যে ভাবে পি চিদম্বরম ও তাঁর পরিবারের পাশে রয়েছেন, তাতে তিনি ও তাঁর পরিবার কৃতজ্ঞ। “তাঁদের সমর্থন এই রাজনৈতিক লড়াইয়ে আমাদের মনবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে”, সংবাদ সংস্থা এএনআই-কে বলেন কার্তিক।