Goa: আমি স্ট্রিট ফাইটার, VVIP নই! গোয়ার মানুষই গোয়া শাসন করবে: Mamata
'কংগ্রেসর জন্যই মোদী শক্তিশালী হয়েছে', নিশানা তৃণমূল নেত্রীর
নিজস্ব প্রতিবেদন: ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারে এসে 'ভূমিপুত্র' কার্ড খেলেছিলেন অমিত শাহ (Amit Shah)। বিজেপি (BJP) শাসিত গোয়ায় (Goa) গিয়েও একই কৌশল বাতলালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শুক্রবারই বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হতে গোয়ায় যাননি। এক কদম এগিয়ে শনিবার মমতা (Mamata Banerjee) স্পষ্ট জানালেন, গোয়ার মানুষই গোয়া শাসন করবে। অর্থাৎ তৃণমূল গোয়ায় ক্ষমতায় এলে, ভূমিপুত্র বা ভূমিকন্যাই হবেন শাসক। ২০২৪-এ তিনি কী বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে নিজেকে প্রজেক্ট করবেন? এই প্রশ্নেরও উত্তর দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, "আমি স্ট্রিট ফাইটার VVIP রাজনীতিবিদ নই।"
আরও পড়ুন: কয়েক দশক শক্তিশালী থাকবে BJP! ভবিষ্যদ্বাণী প্রশান্তের, ব্যাখ্যা দিলেন Mamata
আরও পড়ুন: দীপাবলিতে আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ নয়, জানাল Supreme Court
একই সঙ্গে শনিবার ফের একবার কংগ্রেসকে তুলোধনা করেন মমতা। অভিযোগ করেন, বিজেপির সঙ্গে সমঝোতা করছে কংগ্রেস। কংগ্রেসের জন্য়ই মোদী শক্তিশালী হয়েছে। সুযোগ পেয়েও কংগ্রেস কিছু করতে পারেনি। কেন্দ্রের শাসককে তৃণমূল সুপ্রিমোর চ্যালেঞ্জ, "দিল্লির দাদাগিরি চলবে না"। তাঁর দাবি, বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলোকে জোটবদ্ধ হয়ে লড়তে হবে।
এদিন গোয়ায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে পতাকা তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) বলেন, "গোয়ার সঙ্গে বাংলার মিল রয়েছে। আমরা এবার গোয়াকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। গোয়ায় মৎস্যজীবী, ট্যাক্সি চালকরা সমস্যায় রয়েছেন। এখানে কর্মসংস্থান নেই। আমি গোয়ার মানুষের পাশে রয়েছি।"