Bihar Flood: বন্যায় ত্রাণ বিলোতে গিয়ে জলেই ক্র্যাশ করল বায়ুসেনার হেলিকপ্টার! মারাত্মক..

Bihar Flood: নেপালে ক্যাচমেন্ট এলাকায় অবিরাম বৃষ্টি। বিহারে সীমান্তবর্তী জেলাগুলিতে নদীর জল বিপদ সীমা ছুঁয়েছে। কোনও কোনও নদী আবার বিপদসীমার উপর দিয়ে বইছে! বীরপুরের কোসি ব্যারাজের ছাড়া জলে প্লাবিত একাধিক জেলা।

Updated By: Oct 2, 2024, 05:00 PM IST
Bihar Flood: বন্যায় ত্রাণ বিলোতে গিয়ে জলেই ক্র্যাশ করল বায়ুসেনার হেলিকপ্টার! মারাত্মক..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্য়াদুর্গতদের ত্রাণ দিতে গিয়ে বিপত্তি। হঠাত্‍-ই বিকল ইঞ্জিন! পাইলটের বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার। ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরপুরে।

আরও পড়ুন:  Sonam Wangchuk: দিল্লিতে আটক Rancho ফংসুক ওয়াংডু, হরতালে স্তব্ধ লাদাখ

নেপালে ক্যাচমেন্ট এলাকায় অবিরাম বৃষ্টি। বিহারে সীমান্তবর্তী জেলাগুলিতে নদীর জল বিপদ সীমা ছুঁয়েছে। কোনও কোনও নদী আবার বিপদসীমার উপর দিয়ে বইছে! বীরপুরের কোসি ব্যারাজের ছাড়া জলে প্লাবিত একাধিক জেলা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সীতামারহি এলাকায় বন্যাদুর্গত জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল বায়ুসেনার হেলিকপ্টার। কিন্তু মাঝ-আকাশে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় আওরাই এলাকায় জলাভূমির উপরে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি।

হেলিকপ্টারে তখন ২ পাইলট ছিলেন মোট ৩ জন। সেই ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারে আটকে পড়া পাইলট ও সেনাদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

 

 

বিহারের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, পাইলটের উপস্থিত বুদ্ধির জোরেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ইঞ্চিন বিকল হয়ে গিয়েছিল।  হেলিকপ্টারটি নিরাপদ স্থানে জরুরি অবতরণ করান পাইলট। এর আগে, সোমবার বিহারের উপমুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথভাবে বন্যা পরিস্থিতি মোকাবিলা চেষ্টা চলছে।

আরও পড়ুন:  Viral Video: শুনশান দুপুরে বাড়িতে একা মহিলা, দরজা ভেঙে ঢুকছে ৩ শয়তান এবং দুর্গা জাগলেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.