' এ দেশে ধর্ষণ বন্ধ হবে না, স্বয়ং রামচন্দ্রও এলেও রুখতে পারবেন না', মন্তব্য বিজেপি বিধায়কের
আগেও বহু বিতর্কিত মন্তব্য করেছেন সুরেন্দ্র। কখনও বলেছেন মোবাইলের ব্যবহার বাড়ার ফলে ধর্ষণের ঘটনা বাড়ছে। কখনও আবার মন্তব্য করেছেন, ২০২৪ সালেই ভারত হিন্দু রাষ্ট্র হবে
নিজস্ব প্রতিবেদন: এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সূর্পণখা বলে মন্তব্য করেছিলেন। এবার মুখ খুলে ফের বিতর্কে উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।
উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে রামকে টেনে আনলেন সুরেন্দ্র। বারিয়া বস্তির বিজেপি বিধায়ক বলেন, ‘হলফ করে বলতে পারি রামচন্দ্রও যদি আসনে তাহলে রাজ্যে ধর্ষণের ঘটনা রুখতে পারবেন না। কারণ দুষিত মানসিকতার জন্য এসব হচ্ছে।’
Main daawe ke saath keh sakta hoon ki Bhagwan Ram bhi aa jaenge to bhi ye ghatna pe niyantran kar pana sambhav nahi hai. Ye samaj ka svabhavik pradooshan hai, jisse koi bhi vanchit rehne wala nahi hai: Surendra Singh, BJP MLA on incidents of rape pic.twitter.com/dgjA7QoCtz
— ANI UP (@ANINewsUP) July 7, 2018
আরও পড়ুন-খুনের হুমকি দিয়ে বারবার ধর্ষণ সপ্তম শ্রেণির ছাত্রীকে, অপমানে আত্মঘাতী কিশোরী
কীভাবে ধর্ষণের ঘটনা কম করা যাবে তারও একটা রাস্তা দেখিয়েছেন সুরেন্দ্র। তাঁর মতে সমাজে পুরুষ, মহিলা ও শিশুদের মধ্যে নৈতিক আদর্শ থাকলেই একমাত্র ওই ধরনের ঘটনা কম হতে পারে। আইন যতই কড়া হোক না কেন ধর্ষণ বন্ধ করা যাবে না।
ধর্ষণকারীদের শাস্তির বিধানও দিয়েছেন বিজেপি বিধায়ক। বলেছেন, ‘অপরাধীদের এনকাউন্টারে নিকেশ করছে পুলিস। কিন্তু যারা ধর্ষণ করছে তাদের জেলে পোরা হচ্ছে। আমার মতে এদেরও অপরাধীদের মতো একই শাস্তি দেওয়া উচিত।’
আরও পড়ুন-ফেসবুকে প্রোফাইল পিকচার বদলে ঋতকে স্বাগত তৃণমূল যুবনেতার
এর আগেও বহু বিতর্কিত মন্তব্য করেছেন সুরেন্দ্র। কখনও বলেছেন মোবাইলের ব্যবহার বাড়ার ফলে ধর্ষণের ঘটনা বাড়ছে। কখনও আবার মন্তব্য করেছেন, ২০২৪ সালেই ভারত হিন্দু রাষ্ট্র হবে। সুরেন্দ্রই একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সূর্পণখা বলে প্রবল বিতর্ক তৈরি করেছিলেন।