মোদী ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ থেকে উৎখাত করা হবে `মোল্লা মুলায়ম` সরকারকে : অমিত শাহ

দলীয় নেতার বিতর্কিত মন্তব্যের জেরে ফের অস্বস্তিতে বিজেপি। এবার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ অমিত শাহ। নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে উৎখাত করা হবে `মোল্লা মুলায়মকে`। উত্তরপ্রদেশের মুজফফরনগরের জাঠ অধ্যুষিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেন অমিত শাহ। এর সঙ্গে তিনি যোগ করেন , মুজফফরনগর হিংসার বদলা নিতে হলে বিজেপিই একমাত্র পথ।

Updated By: Apr 5, 2014, 04:09 PM IST

দলীয় নেতার বিতর্কিত মন্তব্যের জেরে ফের অস্বস্তিতে বিজেপি। এবার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ অমিত শাহ। নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে উৎখাত করা হবে `মোল্লা মুলায়মকে`। উত্তরপ্রদেশের মুজফফরনগরের জাঠ অধ্যুষিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেন অমিত শাহ। এর সঙ্গে তিনি যোগ করেন , মুজফফরনগর হিংসার বদলা নিতে হলে বিজেপিই একমাত্র পথ।

অমিত শাহ-র মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। বিজেপিকে কড়া আক্রমণ করেছে কংগ্রেস। সমালোচনায় সরব সমাজবাদী পার্টিও। অমিত শাহের মন্তব্য উস্কানিমূলক বলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে কংগ্রেস।

.