ভোটের আগে ইমেজ সচেতন মুখ্যমন্ত্রী

ইমেজ নিয়ে আপোস নয়। ভোটের আগে কড়া হলেন মুখ্যমন্ত্রী। বেপরোয়া মন্তব্যের চব্বিশ ঘণ্টার মধ্যেই ক্ষমা চাইতে বললেন মণিরুল ইসলামকে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ফের একবার দিলেন কড়াবার্তা।

Updated By: Feb 20, 2016, 09:01 PM IST
ভোটের আগে ইমেজ সচেতন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: ইমেজ নিয়ে আপোস নয়। ভোটের আগে কড়া হলেন মুখ্যমন্ত্রী। বেপরোয়া মন্তব্যের চব্বিশ ঘণ্টার মধ্যেই ক্ষমা চাইতে বললেন মণিরুল ইসলামকে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ফের একবার দিলেন কড়াবার্তা।

চব্বিশ ঘণ্টাও পেরোল না। কড়া হলেন মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতা জেলার নেতাদের নিয়ে বৈঠক ছিল কালীঘাটে। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন বিরোধী জোট সম্ভাবনাকে বিশেষ আমল দিচ্ছেন না। তিনি বলেন,  'নির্বাচনে জোট ঘোঁট আমাদের বিড়ম্বনা নয়। আমরা যথেষ্ট কাজ করেছি'। কিন্তু, মুখ্যমন্ত্রীকে চিন্তায় রাখছে দলের ভাবমূর্তি। তাই ভোটের মুখে কড়া বার্তা দিয়েছেন তিনি।

গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন দুই মন্ত্রী সাধন পাণ্ডে, শশী পাঁজা এবং বিধায়ক পরেশ পালকে। কাশীপুরে আনোয়ার ও স্বপন চক্রবর্তীকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ধমক খেয়েছেন বিধায়ক মালা সাহা। ইমেজ রক্ষার পাশাপাশি, ইমেজ বিল্ডিংয়েও নজর মুখ্যমন্ত্রীর। জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন জনসংযোগ বাড়াতে।

.