দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ নিচে নামল ভারত

বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ৮১ নম্বরে ভারত।  

Updated By: Feb 22, 2018, 05:27 PM IST
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ নিচে নামল ভারত

নিজস্ব প্রতিবেদন: নীরব মোদীর আর্থিক কেলেঙ্কারির জেরে চাপে মোদী সরকার। এর মধ্যেই আবার দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ নিচে নামতে হল ভারতকে। 

সরকারি দুর্নীতি, সংবাদমাধ্যমের স্বাধীনতা খতিয়ে দেখে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা তৈরি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থা। ১৮০টি দেশ ও অঞ্চলকে নিয়ে এই তালিকা তৈরি করা হয়। ২০১৭ সালে এই তালিকায় ভারতের স্থান ৮১ নম্বরে। ২০১৬-তে বছর ভারত ছিল ৭৯-তে।

আরও পড়ুন- উত্তর-পূর্ব দখল করতে বাংলাদেশি ঢোকাচ্ছে পাকিস্তান, বললেন সেনাপ্রধান

সূচকে দুর্নীতির নিরিখে ১-১০০ পর্যন্ত পয়েন্ট দেওয়া হয়েছে বিভিন্ন দেশকে। ভারত পেয়েছে ৪০। ২০১৫ সালে এই মান ছিল ৩৮। Transparency International জানিয়েছে, এশিয়ায় কয়েকটি দেশে সাংবাদিক, বিরোধী নেতানেত্রী ও আইনি সংস্থার আধিকারিকদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকী খুন পর্যন্ত হয়েছেন তাঁরা। ভারত, ফিলিপিন্স ও মলদ্বীপ 'বেশি দুর্নীতিগ্রস্ত' বলে মত এই সংস্থার। 

.