পেছনে ফ্রান্স-ব্রিটেন, দুনিয়ার পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের মর্যাদা ভারতের
রিপোর্টে আরও বলা হয়েছে, ক্রয়ক্ষমতার দিক থেকে ভারত পেছনে ফেলে দিয়েছে জাপান ও জার্মানিকে
নিজস্ব প্রতিবেদন: দেশের আর্থিক মন্দার মধ্যেও মোদী সরকারের জন্য ভালো খবর।
ফ্রান্স ও ব্রিটেনকে পেছনে ফেলে দুনিয়র পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের মর্যাদা পেল ভারত। এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ওয়াল্ড পপুলেশন রিভিউ। সংস্থা জানিয়েছে, দ্রুত খোলাবাজারের অর্থনীতির দেশে পরিণত হচ্ছে ভারত।
আরও পড়ুন-প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তাপস পাল
সংস্থা জানিয়েছে, দুনিয়ার পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। ২০১৯ সালে ব্রিটেনকে পেছনে ফেলে ওই জায়গা দখল করেছে ভারত। ব্রিটেনের অর্থনীতির পরিমাণ হল ২.৮৩ ট্রিলিয়ন ডলার, ফ্রান্সের অর্থনীতির পরিমাণ ২.৭১ ট্রিলিয়ন ডলার। সেখানে ভারতের অর্থনীতির পরিমাণ ২.৯৪ ট্রিলিয়ন ডলার।
রিপোর্টে আরও বলা হয়েছে, ক্রয়ক্ষমাতার দিক থেকে ভারত পেছনে ফেলে দিয়েছে জাপান ও জার্মানিকে। তবে ভারতের জিডিপির হাল বেশ খারাপ। ৭.৫ শতাংশ থেকে তা ৫ শতাংশে নেমে গিয়েছে।
আরও পড়ুন-বেপাত্তা নয়, বাহাওয়ালপুরে বোমা-বুলেটপ্রুফ বাড়িতেই নিরাপদে রয়েছে আজহার!
অর্থনীতিতে কেন এতটা ভালো করছে ভারত? মার্কিন সংস্থার মতে ১৯৯০ সাল থেকে উদার অর্থনীতির পথে হাঁটতে শুরু করে ভারত। বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ অনেকটাই কমে যায়, বিদেশি পুঁজির দরজা খুলে যায়। সেই নীতির ফল এখন পাচ্ছে ভারত।