বিগত ১৪ বছরে ভারত ছেড়েছেন ৬১ হাজার ধনকুবের

পরদেশই এখন উচ্চবিত্ত ভারতীয়র পচ্ছন্দের ডেস্টিনেশন। দেশ ছেড়ে  লন্ডন, আমেরিকাতে থাকাটাই বেশি  নিরাপদ। এমনটাই মনে করছেন ভারতের নব্য কোটিপতিরা। পরিসংখ্যান বলছে গত চোদ্দবছরে এমন একষট্টি হাজার ভারতীয় চলে গিয়েছেন দেশ ছেড়ে।

Updated By: Jul 28, 2015, 06:21 PM IST
বিগত ১৪ বছরে ভারত ছেড়েছেন ৬১ হাজার ধনকুবের

ওয়েব ডেস্ক:পরদেশই এখন উচ্চবিত্ত ভারতীয়র পচ্ছন্দের ডেস্টিনেশন। দেশ ছেড়ে  লন্ডন, আমেরিকাতে থাকাটাই বেশি  নিরাপদ। এমনটাই মনে করছেন ভারতের নব্য কোটিপতিরা। পরিসংখ্যান বলছে গত চোদ্দবছরে এমন একষট্টি হাজার ভারতীয় চলে গিয়েছেন দেশ ছেড়ে।

হালফিলের বলিউডের সুপার হিট হিন্দি ছবির চরিত্রদের অনেকেরই বাস বিলেত, আমেরিকায়। ছবির মতো সাজানো রঙিন সেই জীবন। সে জীবনে পথ অবরোধ নেই। নেই পরীক্ষার ফল বিভ্রাট। চাকরি প্রার্থী যুবক-যুবতীদের পরতে হচ্ছে না ব্যাপম বা টেট কেলেঙ্কারির ফাঁদে। সাগরপারের জীবনে চার দিকে মম করছে ফিল গুড ফ্যাক্টর। আর এই ফিল গুড জীবনের ডাকেই প্রতি বছর হাজার হাজার ভারতীয় উচ্চবিত্ত পারি দিচ্ছেন বিদেশে। 
চমকে ওঠার মতো পরিসংখ্যান প্রকাশ করেছে NEW WORLD WEALTH অ্যান্ড LIO GLOBAL ।  
পরিসংখ্যান বলছে

গত ১৪ বছরে ৬১ হাজার ভারতীয় মিলিয়নিয়ার পারি দিয়েছেন বিদেশে। এদের সম্পত্তির পরিমান কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার। বেশিরভাগেরই ডেস্টিনেশ ব্রিটেন, আমেরিকা, ইউএই, অস্ট্রেলিয়া। বিদেশ পাড়ি দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছেন ভারতীয়রা। প্রথম স্থানে রয়েছে চিন। একই সময়ে দেশে ছেড়েছেন ৯১ হাজার চিনা নাগরিক। আর এই সময়ে সব থেকে বেশি ভিনদেশি উচ্চবিত্তের ঠিকানা হয়েছে ব্রিটেন।

কিন্তু কেন এমন বিদেশে ছোটার প্রবণতা তৈরি হচ্ছে ভারতীয়দের মধ্যে?

এই প্রবণতার জন্য দেশের অভ্যন্তরিণ পরিস্থিতিকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। উচ্চ হারে আয়কর, নিরাপত্তার অভাবেই দেশ ছাড়ছেন অনেকে। অনেকে আবার দেশ ছাড়ছেন সন্তানের শিক্ষার জন্য। তবে যেভাবে বিদেশে পাড়ি জমানোর প্রবনতা বাড়ছে তাতে অচিরেই এই সংখ্যাট লাখ ছাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পকেটে রেস্ত যখন আছে, তখন পর্দার  শাহরুখ , বিগ বির বিগ লাইফ কে বা হাত ছাড়া করবেন। কথায় বলে কাল হো না হো...

.