মুজাফফরনগরে সন্ত্রস হানার ছক কষছে ইন্ডিয়ান মুজাহিদ্দিন, সতর্কতা দিল্লি পুলিসের
মুজফফরনগর দাঙ্গার বদলা নিতে হামলার ছক কষছে ইন্ডিয়ান মুজাইদ্দিন জঙ্গিরা। উত্তরপ্রদেশে দাঙ্গা ছড়ানোর লক্ষেই এই ছক সন্ত্রাসবাদীদের। সংগঠনের "টেকনিকাল হেড' আজাজ শেখের গ্রেফতারের পর তাঁর ল্যাপটপ থেকে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দিল্লি পুলিস।
নয়াদিল্লি: মুজফফরনগর দাঙ্গার বদলা নিতে হামলার ছক কষছে ইন্ডিয়ান মুজাইদ্দিন জঙ্গিরা। উত্তরপ্রদেশে দাঙ্গা ছড়ানোর লক্ষেই এই ছক সন্ত্রাসবাদীদের। সংগঠনের "টেকনিকাল হেড' আজাজ শেখের গ্রেফতারের পর তাঁর ল্যাপটপ থেকে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দিল্লি পুলিস।
গত ৫ সেপ্টম্বর উত্তরপ্রদেশের শাহারানপুর থেকে শেখকে গ্রেফতার করে দিল্লি পুলিসের বিশেষ শাখা। তাঁর ল্যাপটপ থেকে মহসিন চৌধুরী ও মুজাহিদ্দিন প্রতিষ্ঠাতা রিয়াজ ভাটকলের পাওয়া মেল থেকে ছকের সবটা জানতে পেরেছে পুলিস।
বেশ কিছু দিন ধরে মুজাহিদ্দিনের পুনে শাখায় নেতৃত্ব দিচ্ছিলেন শেখ। তাঁর কাছ থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার করেছে পুলিস।