ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা কেওয়াইসিতে গ্রাহকদের ধর্মের উল্লেখ করতে হবে না, জানাল অর্থমন্ত্রক

রাজীব কুমার আরও বলেন, ভিত্তিহীন গুজবে বিশ্বাস করবেন না। ধর্ম উল্লেখ করতে হবে এমন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি

Updated By: Dec 22, 2019, 01:09 PM IST
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা কেওয়াইসিতে গ্রাহকদের ধর্মের উল্লেখ করতে হবে না, জানাল অর্থমন্ত্রক

নিজস্ব প্রতিবেদন: গুজব ওড়াতে শেষপর্যন্ত আসরে নামল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ধর্মের উল্লেখ করতে হবে না।  জানিয়ে দেওয়া হল অর্থমন্ত্রকের তরফে।

আরও পড়ুন-অসমে জমি কিনতে পারবেন একমাত্র অসমিয়ারাই, রাজ্য বিধানসভায় আসছে নতুন আইন

নাগরিকপঞ্জী ও নাগরিকত্ব আইন নিয়ে দেশে প্রবল শোরগোল শুরু হয়েছে।  এর মধ্যেই রটেছে গ্রাহকদের ধর্ম পরিচয় জানার জন্য কেওইসি চাওয়া হচ্ছে এবং সেখানে ধর্মের উল্লেখ করতে হচ্ছে। এ ব্যাপারে অর্থমন্ত্রকের সচিব রাজীব কুমার শনিবার টুইট করেন, ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য বা কেওয়াইসিতে ভারতীয়দের ধর্মের উল্লেখ করার কোনও প্রয়োজন নেই।’

রাজীব কুমার আরও বলেন, ভিত্তিহীন গুজবে বিশ্বাস করবেন না। ধর্ম উল্লেখ করতে হবে এমন কোনও নির্দেশিকা দেয়নি ব্যাঙ্কগুলি। ভারতীয়দের কেওয়াইসিতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে ধর্মের উল্লেখ করতে হবে না।

আরও পড়ুন-শীতের প্রকোপ রাজ্যজুড়ে, উত্তুরে হাওয়া জারি থাকবে শহরে

উল্লেখ,  নাগরিকপঞ্জী নিয়ে বিতর্কের মধ্যেই গুজব ছড়িয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে এদেশে এসে দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে থাকা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন ও খ্রিষ্টান উদ্বাস্তুদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ধর্মের উল্লেখ করতে হবে।  তার পরেই এনিয়ে বিবৃতি দিল অর্থমন্ত্রক।

.