মাধ্যমিক পাশ? রেলে ৯,৫০০ লোক নিচ্ছে আরপিএফ
ওইসব পদের মধ্যে অর্ধেকই পদেই মহিলাদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীয়ুষ গোয়েল
নিজস্ব প্রতিবেদন: মহিলাদের জন্য সুখবর। শীঘ্রই আরপিএফ-এ বিপুল সংখ্যক মহিলা নিয়োগ করছে ভারতীয় রেল। এক্ষেত্রে মোট শূন্য পদের অর্ধেকই রাখা হয়েছে মহিলাদের জন্য। এনিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে রেল।
रेलवे 1 लाख लोगों को नौकरी एक साथ देगी, जल्द ही रेलवे प्रोटेक्शन फ़ोर्स में भी 9,500 भर्तियां शुरु होंगी, जिसमें 50% नौकरियाँ महिलाओं के लिए आरक्षित होंगी। pic.twitter.com/Vnl7pkX2AK
— Piyush Goyal (@PiyushGoyal) March 19, 2018
পরিষেবা আরও উন্নত করতে গ্রুপ সি ও ডি পদে ৯০ হাজার লোক নেওয়ার কথা ঘোষণা করেছে রেল। এবার আরপিএফ-এ নেওয়া হচ্ছে ৯,৫০০ জওয়ান। ওইসব পদের মধ্যে অর্ধেকই পদেই মহিলাদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীয়ুষ গোয়েল।
महिलाओं के लिए बड़ी खुशखबरी, रेलवे प्रोटेक्शन फोर्स में 9500 पदों पर भर्ती जल्द https://t.co/kKPk4jyf6d
— Ministry of Railways (@RailMinIndia) March 21, 2018
আরও পড়ুন-হাসিন জাহাঁকে সঙ্গে সাক্ষাতের সময় দিলেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার উত্তরপ্রদেশে এক অনুষ্ঠানে আরপিএফ পদে মহিলাদের নিয়োগের কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল। নিজের ট্যুইটার হ্যান্ডেলেও সেকথা জানিয়েছেন।
মোট শূন্য পদ ৯,৫০০
মহিলাদের জন্য সংরক্ষিত ৫০ শতাংশ।
বেতন-৫২০০-২০২০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা-মাধ্যমিক পাশ।
আবেদন করতে হবে রেলের আরপিএফ-এর ওয়েবসাই http://rpfonlinereg.co.in/-এ গিয়ে।
পরীক্ষা পদ্ধতি
লিখিত পরীক্ষা, পিইটি টেস্ট, পিএমটি টেস্ট।
শারীরিক মাপজোক
পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেমি।
মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেমি।
পুরুষদের নির্দিষ্ট সময়ের মধ্যে ১৬০০ মিটার দৌড়ে সফল হতে হবে।
মাহিলাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ৮০০ মিটার দৌড়ে সফল হতে হবে।