বাঁচাবে সময়, রাজধানী এক্সপ্রসকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রেল
২৪ ঘণ্টার মধ্যে রাজধানী এক্সপ্রেসকে নয়া দিল্লিতে ফেরানোর পরিকল্পনা করছে রেল। ট্রেনের মেরামতি ও দেখভালের সময় কমিয়ে এই কাজ করা যায় কি না তা খতিয়ে দেখছে রেলমন্ত্রক।
নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী এক্সপ্রেসকে নয়া দিল্লিতে ফেরানোর পরিকল্পনা করছে রেল। ট্রেনের মেরামতি ও দেখভালের সময় কমিয়ে এই কাজ করা যায় কি না তা খতিয়ে দেখছে রেলমন্ত্রক।
শনিবার রেলের ‘সম্পর্ক, সমন্বয় এবং সংবাদ’ অনুষ্ঠানে মন্ত্রী পীয়ূষ গোয়েলের কাছে এই প্রস্তাব দেন রেল কর্তারা। গোটা বিষয়টির সম্ভাবনা খতিয়ে দেখছে রেল।
As far as security is concerned, we are all thoughtful about it. We are thinking of providing internet connectivity and CCTV on trains. Discussions are on to provide CCTV on all trains across India: Piyush Goyal, Railway Minister pic.twitter.com/X1CQx3FPtw
— ANI (@ANI) December 16, 2017
বর্তমানে সকাল ৮ – ১০টার মধ্যে গোটা দেশ থেকে নয়া দিল্লি স্টেশনে ঢোকে রাজধানী এক্সপ্রেসগুলি। ফের বিকেলে একে একে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনগুলি। মাঝে প্রায় আট ঘণ্টা ধরে চলে মেরামতি ও সাফাইয়ের কাজ। সেই কাজ আধ ঘণ্টায় শেষ করে রাজধানী এক্সপ্রেসগুলিকে ফের গন্তব্যে রওনা করা যায় কি না তা খতিয়ে দেখছে রেল।
এদিন রেলমন্ত্রী বলেন, রেলের যাত্রী সুরক্ষায় একটি রেড ম্যাপ তৈরি করা হবে। আগামী ২০২২ সালকে সামনে রেখে রেলের কামরায় সিসিডিভি ও ইন্টারনেটের ব্যবস্থা করা হচ্ছে।
প্রসঙ্গত, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত হাইস্পিড ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তার আগেই যদি এক দিনে রাজধানীকে নয়া দিল্লিতে ফেরানো যায় তাহলে যাত্রীদের অনেক সময় বাঁচবে। পাশাপাশি দূরপাল্লার টিকিটের জন্য হাহাকার অনেকটাই কমবে বলে মনে করছেন রেল কর্তারা।
আরও পড়ুন-ইভিএম কারচুপি ঢাকতে হিমাচলে হারবে বিজেপি, গুজরাটে জিতবে :হার্দিক