গাড়িতে লাকি 0001 নম্বর প্লেটের জন্য সাড়ে ৮ লক্ষ টাকা মূল্য দিলেন শিল্পপতি

পছন্দ মতো গাড়ি তো সকলেই কেনেন। কিন্তু পছন্দমতো নম্বর? পেতে হলে মূল্য তো দিতেই হবে। সেই মূল্যই দিলেন শিল্পপতি এলডি মিত্তল। তাঁর নতুন CH-01-AZ সিরিজের গাড়িতে পছন্দের নম্বর পেতে চণ্ডীগড়ের রেজিস্টরিং অ্যান্ড লাইসেন্সিং অথরিটিকে সাড়ে ৮ লক্ষ টাকা দিয়েছেন তিনি। তাঁর পছন্দের নম্বর 0001।

Updated By: Sep 15, 2014, 09:01 PM IST
গাড়িতে লাকি 0001 নম্বর প্লেটের জন্য সাড়ে ৮ লক্ষ টাকা মূল্য দিলেন শিল্পপতি

ওয়েব ডেস্ক: পছন্দ মতো গাড়ি তো সকলেই কেনেন। কিন্তু পছন্দমতো নম্বর? পেতে হলে মূল্য তো দিতেই হবে। সেই মূল্যই দিলেন শিল্পপতি এলডি মিত্তল। তাঁর নতুন CH-01-AZ সিরিজের গাড়িতে পছন্দের নম্বর পেতে চণ্ডীগড়ের রেজিস্টরিং অ্যান্ড লাইসেন্সিং অথরিটিকে সাড়ে ৮ লক্ষ টাকা দিয়েছেন তিনি। তাঁর পছন্দের নম্বর 0001।

এর আগে ২০১৩ সালে CH-01-AT-0001 নম্বর প্লেটের দাম নিলামে উঠেছিল ৯.১ লক্ষ টাকা। আন্তর্জাতিক ট্রাক্টর সংস্থা সোনালিকা গ্রুপের চেয়ারম্যান এলডি মিত্তলের নতুন মার্সেডিজ এস সিরিজের নম্বর এখন 0001। এই বছরের শুরুতেই প্রথমবার ফোর্বস বিলিয়নিয়রের তালিকায় জায়গা পেয়েছেন এলডি মিত্তল। মার্চ মাসে তাঁর সম্পত্তির পরিমান ছিল ১.১ বিলিয়ন মার্কিন ডলার। সারা বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ১,৪৬৫তম স্থানে রয়েছেন মিত্তল।

১৯৬৯ সালে যাত্রা শুরু করে সোনালিকা গ্রুপ এই মুহূর্তে ভারতের প্রথম তিনটি ট্রাক্টর প্রস্তুতকারকের একটি। সারা বিশ্বের মোট ৬০টি দেশে ছড়িয়ে রয়েছে সোনালিকা গ্রুপের ব্যবসা।

 

.