L&T Boss | Sundays Are For Staring: 'বউকেই দেখব'... সুব্রহ্মণ্যমকে সপাটে চড় শিল্পজগতের, ৯০ ঘণ্টা কাজের দশর্নীয় প্রতিবাদ
Sundays Are For Staring: বউয়ের দিকেই তাকিয়ে থাকব! ঠিক এই মর্মেই এল অ্যান্ড টি-র চেয়ারম্যানকে পিষলেন শিল্পজগতের তারকারা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ওয়ার্ক-লাইফ ব্যালান্স' ওরফে কর্মজীবনের ভারসাম্য নিয়ে এই মুহূর্তে প্রচুর চর্চা চলছে দেশে। সম্প্রতি এই বিষয়ে চমকে দেওয়া প্রতিক্রিয়া দিয়ে নেটপাড়ায় চরম কটাক্ষের শিকার হয়েছেন এল অ্যান্ড টি-র চেয়ারম্যান (L&T Chairman) এসএন সুব্রহ্মণ্যম (SN Subramanyan)। তিনি জানিয়েছেন যে, কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করা উচিত! আর এরপরেই তাঁকে সপাটে চড় কষালেন শিল্পজগতের একাধিক মহারথীরা। ছবি পোস্ট করেই আদর পুনাওয়ালারা বিঁধলেন সুব্রহ্মণ্যমকে।
সুব্রহ্মণ্যমের কাজ নিয়ে কথা বললে হয়তো এত বেশি হইচই হত না, তবে তিনি একেবারে মানুষের দাম্পত্য জীবনে ঢুকে পড়েছিলেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, 'রবিবারে তোমাদের কাজ করাতে পারি না বলে আমি দুঃখিত। যদি আমি তোমাদের রবিবার কাজ করাতে পারতাম, তাহলে আমি আরও খুশি হতাম কারণ আমি নিজে রবিবারে কাজ করি।' এখানেই শেষ নয়, সুব্রহ্মণ্যম জুড়েছেন, 'রবিবার আপনি বাড়িতে বসে কী বা করেন? কতক্ষণই বা আর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকা যায়? চলুন, অফিসে গিয়ে কাজ শুরু করুন।'
আরও পড়ুন: ১৫ বছর ধরে ৫০-এর বেশি মেয়ের শরীরে লালসার আঁচড়! বর্বর মনোবিদকে...
আরও পড়ুন: এর আগে কোনওদিন এত ভিড়ে থাকেননি! মহাকুম্ভে অসুস্থ জোবসের 'কোমল' স্ত্রী...
এরপরই সেরাম ইনস্টিটিউট-এর কর্ণধার পুনাওয়ালা, হোনাসা কনজিউমার প্রাইভেট লিমিটেডের গজল আলাগ ও নেক্সাস ভেনচার পার্টনার্সের পুনীত কুমাররা বেছে নিলেন অভিনব প্রতিবাদের পথ, তাঁরা পার্টনারের দিকে তাকিয়ে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন যে, রবিবার তাকিয়েই থাকার দিন। বিগ বাসকেটের হরি মেনন এক্সে লিখেছেন, 'আশা করি সকলে স্টেয়ারডে উপভোগ করছেন।' শাদিডটকমের প্রতিষ্ঠাতা অনুপম মিত্তল আবার এক্সে লিখেছেন, 'কিন্তু স্যার, যদি স্বামী-স্ত্রী একে অপরের দিকে না তাকায়, তাহলে আমরা কীভাবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে থাকব? কেউই এক ইঞ্চিও জমি ছাড়লেন না। ওদিকে আবার সুব্রহ্মণ্যমের সুরেই গলা মিলিয়েছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। তাঁর সংযোজন, সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করলে এই দেশের আরও ভালো হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)