আরও তিনটি কোল ব্লক বাতিলের মুখে

বণ্টন হয়ে যাওয়া কয়লার ব্লক গুলোর মধ্যে আরও ৩ টি বাতিলের সুপারিশ করল কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী। কয়লা মন্ত্রক যদি এই ৩ টি ব্লক বাতিলের প্রস্তাব মেনে নেয় সেক্ষেত্রে সঠিক ভাবে কাজ শুরু না হওয়ার জন্য বাতিল হওয়া ব্লকের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৭ এ। এর আগেও ৪ টি ব্লক বাতিলের প্রস্তাব এসেছিল এই গোষ্ঠীর কাছ থেকে।

Updated By: Sep 16, 2012, 11:12 AM IST

বণ্টন হয়ে যাওয়া কয়লার ব্লক গুলোর মধ্যে আরও ৩ টি বাতিলের সুপারিশ করল কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী। কয়লা মন্ত্রক যদি এই ৩ টি ব্লক বাতিলের প্রস্তাব মেনে নেয় সেক্ষেত্রে সঠিক ভাবে কাজ শুরু না হওয়ার জন্য বাতিল হওয়া ব্লকের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৭ এ। এর আগেও ৪ টি ব্লক বাতিলের প্রস্তাব এসেছিল এই গোষ্ঠীর কাছ থেকে।
যে ব্লকগুলি বাতিল করার প্রস্তাব এসেছে সে গুলি হল গৌরাঙ্গদিহ এবিসি ব্লক, রাওয়ানওয়ারা ব্লক এবং নিউ পাত্রপারা ব্লক। এই ব্লকগুলি বণ্টন করা হয়েছিল হিমাচল এমটা পাওয়ার ও জেএসডব্লুস্টিল, এসকেএস ইস্পাত ওবং ভূষণ স্টিলের মধ্যে।

এছাড়াও গুপ্তা মেটালিকস ও গুপ্তা কোলফিল্ড, উষা মার্টিন, টাটা স্পন্জ আইরন এবং ভূষণ লিমিটেডের ব্যাঙ্ক গ্যারান্টি থেকে একটা অংশ কেটে নিতেও সুপারিশ করা হয়েছে মন্ত্রিগোষ্ঠীর পক্ষ থেকে। আগামী সোমবার এই বিষয় নিয়ে ফের বৈঠকে বসবে মন্ত্রিগোষ্ঠী।

.