দুই প্রাপ্তবয়স্কের বিয়েতে খাপ পঞ্চায়েতের হস্তক্ষেপ ‘বেআইনি’, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

শক্তিবাহিনী নামে এক এনজিও-র করা ওই মামলায় আদালত কেন্দ্র ও রাজ্য সরকারকে সম্মানরক্ষার জন্য হত্যা রুখতে কড়া ব্যবস্থা নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Updated By: Mar 27, 2018, 01:04 PM IST
দুই প্রাপ্তবয়স্কের বিয়েতে খাপ পঞ্চায়েতের হস্তক্ষেপ ‘বেআইনি’, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন: খাপ পঞ্চায়েতের সালিশিতে রাশ টানল সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, দুই প্রাপ্তবয়স্ক সহমতে বিয়ে করলে তা ভাঙার চেষ্টা বেআইনি। উত্তর ভারতে খাপ পঞ্চায়েতের সালিশির বিরুদ্ধে হওয়া এক মামলায় ওই রায় দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, ওই ধরনের বিয়ে ভাঙার চেষ্টা হলে শাস্তির কথাও জানাল আদালত।
আরও পড়ুন-বাইরে শুকোতে দেওয়া ফেডেড জিন্সই ফাঁস করল কুকীর্তি!
শক্তিবাহিনী নামে এক এনজিও-র করা ওই মামলায় আদালত কেন্দ্র ও রাজ্য সরকারকে সম্মানরক্ষার জন্য হত্যা রুখতে কড়া ব্যবস্থা নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বধীন তিন সদস্যের বেঞ্চ এদিন জানিয়ে দেয়, যতদিন না কোনও আইন পাশ হচ্ছে ততদিন সুপ্রিম কোর্টের রায় মেনেই চলতে হবে।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করে ভিন জাতে বিয়ের ক্ষেত্রে সমাজ, খাপ পঞ্চায়েত কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না।

 

.