এটা বাজেটের ট্রেলার, নির্বাচনের পর উন্নতির পথে হাঁটবে দেশ: মোদী
জনমোহিনী বাজেট পেশের পর স্বস্তির হাসি মোদীর।
নিজস্ব প্রতিবেদন: মধ্যবিত্তদের ঢালাও ছাড়, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পেনশন ও কৃষকদের বার্ষিক ভাতার ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে। কীভাবে এমন জনমোহিনী বাজেট বাস্তবায়ন করা হবে, সেনিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। অন্তর্বর্তী বাজেটের পর জাতীর উদ্দেশে ভাষণে তার জবাব দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ''এটা অন্তর্বর্তী বাজেট। এটা শুধুমাত্র বাজেটের ট্রেলার। নির্বাচনের পর উন্নয়নের রাস্তায় চলবে দেশ''।
Prime Minister Narendra Modi: This is an Interim Budget. This is just a trailer of the budget which, after elections, will take India on the path to development. #Budget2019 pic.twitter.com/aWzi76nzKw
— ANI (@ANI) February 1, 2019
বাজেটে মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী- সকলের দিকে বাজেটে নজর দেওয়া হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। বলেন, ''আয়করের সীমা বাড়িয়ে ৫ লক্ষ করার দাবি উঠছিল। সেই দাবি পূরণ করা হয়েছে''।
Prime Minister Narendra Modi: From middle class to labourers, from farmers’ growth to the development of businessmen, from manufacturing to MSME sector, from growth of the economy to development of New India, everyone has been taken care of in this interim budget. #Budget2019 pic.twitter.com/y7a62TuEWg
— ANI (@ANI) February 1, 2019
PM: It's generosity&honesty of middle class&upper middle class which provides tax to the nation through which schemes are formulated&there is welfare of poor. There was always the demand to exempt those, with annual income upto Rs 5 Lakh, from taxation. Our govt fulfilled this. pic.twitter.com/e69OaBvNFI
— ANI (@ANI) February 1, 2019
কৃষকরাই যে লোকসভার ভোটের ইস্যু হতে চলেছে তা বিলক্ষণ বোঝেন মোদী। সে জন্য কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। প্রধানমন্ত্রীর মতে, বিভিন্ন সময়ে কৃষকদের জন্য নানা প্রকল্প এসেছে। কিন্তু এমন প্রকল্প আসেনি। স্বাধীনতার পর কৃষকদের জন্য এটাই বড় পদক্ষেপ। গ্রামীণ আয় বাড়াতে পশুপালন, গোপালন ও মত্স্যচাষে উত্সাহ দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে কামধেনু আয়োগ। কৃষকদের ক্ষমতায়নের মাধ্যমে তাঁদের আয় দ্বিগুণ করতে চায় সরকার।
PM: For farmers, there have been several schemes by different govts from time to time, but only 2-3 crore farmers were included under these schemes. But now PM Kisan Samman Nidhi scheme will benefit over 12 crore farmers who own 5 acres or less than 5 acres of land. #Budget2019 pic.twitter.com/EnAu6W50mv
— ANI (@ANI) February 1, 2019
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য আগে কখনও ভাবা হয়নি বলে মনে করিয়ে দেন মোদী। তাঁর কথায়, ''অসংগঠিত শ্রমিকদের সংখ্যা ৪০-৪২ কোটি। তাঁদের জন্য আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী শ্রম যোগী মন্ধন প্রকল্প আনা হয়েছে''। ব্যবসায়ীদের দিকেও লক্ষ্য রাখা হয়েছে বলে দাবি করেন মোদী।
'নতুন ভারত' গঠনের লক্ষ্য নিয়েছে মোদী সরকার। সে কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষক, মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের খেয়াল রাখা হয়েছে। গতি দেওয়া হয়েছে পরিকাঠামোর উন্নয়নে। নতুন শক্তি পেয়ে অর্থ ব্যবস্থা। এই বাজেট সর্বব্যাপী, সর্বস্পর্শী, সর্বসমাবেশী ও সর্বোকৃষ্ট।
আরও পড়ুন- অন্তর্বর্তী বাজেটের বড় ঘোষণাগুলি দেখে নিন ১৫টি পয়েন্টে