International Yoga Day: 'যোগ জীবনে শান্তি আনে', যোগদিবসে কর্ণাটকে বললেন প্রধানমন্ত্রী মোদী

যোগের গুরুত্ব বর্ণনা করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে যোগ আমাদের জীবনে শান্তি আনে। যোগব্যায়ামের মাধ্যমে শান্তি শুধুমাত্র ব্যক্তির জন্য নয়। যোগব্যায়াম আমাদের সমাজ, দেশ, বিশ্ব এবং এই মহাবিশ্বে শান্তি আনে।

Updated By: Jun 21, 2022, 07:31 AM IST
International Yoga Day: 'যোগ জীবনে শান্তি আনে', যোগদিবসে কর্ণাটকে বললেন প্রধানমন্ত্রী মোদী

নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কর্ণাটকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মাইশুরুতে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই জনগণের উদ্দেশে ভাষণে অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী যোগের গুরুত্ব সম্পর্কে বলেন এই ভাষণে। তিনি বলেন, যোগব্যায়াম বিশ্বে শান্তি আনে।

তাঁর ভাষণে, প্রধানমন্ত্রী মোদী বলেন শত বছর ধরে মাইসুরুর মতন ভারতের আধ্যাত্মিক কেন্দ্রগুলি যোগ-শক্তিকে দ্বারা লালন-পালন করেছে। বর্তমানে সেই যোগ শক্তি বিশ্ব স্বাস্থ্যকে দিশা দেখাচ্ছে। বর্তমানে যোগব্যায়াম বিশ্বব্যাপী পারস্পরিক সহযোগিতার ভিত্তি হয়ে উঠছে। তিনি আরও বলেন যোগব্যায়াম মানুষকে সুস্থ জীবনের আস্থা দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, এইবছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল #YogaForHumanity। এই থিমের মাধ্যমে সমগ্র মানবতার কাছে যোগের এই বার্তা নিয়ে যাওয়ার জন্য তিনি জাতিসংঘ এবং সমস্ত দেশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

যোগের গুরুত্ব বর্ণনা করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে যোগ আমাদের জীবনে শান্তি আনে। যোগব্যায়ামের মাধ্যমে শান্তি শুধুমাত্র ব্যক্তির জন্য নয়। যোগব্যায়াম আমাদের সমাজ, দেশ, বিশ্ব এবং এই মহাবিশ্বে শান্তি আনে।

আরও পড়ুন: Maharashtra MLC Election Result 2022: ফের ঠাকরে সরকারকে ধাক্কা বিজেপির, বিধান পরিষদে ৫ আসনে জয় বিরোধীদের

প্রধানমন্ত্রী বলেন, 'গার্ডিয়ান রিং অফ যোগ'-এর এমন অভিনব ব্যবহার সারা বিশ্বে করা হচ্ছে। সূর্যোদয়ের সঙ্গে এবং সূর্যের গতিবিধির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মানুষ যোগব্যায়াম করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যোগের এই অনন্ত যাত্রা এভাবেই চলবে ভবিষ্যতের দিকে। তিনি আরও বলেন যোগব্যায়ামের মাধ্যমে একটি সুস্থ ও শান্তিপূর্ণ বিশ্বকে ত্বরান্বিত করা হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.